Murshidabad News: দিনে দুপুরে মাটি চুরি! প্রতিবাদে এ কী করল গ্রামবাসীরা

Last Updated:

মাটিকাটা বন্ধ না হলে সব চাষের জমি জলের তলায় চলে যাবে। এই অবস্থায় অন্যরকমভাবে মাটি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামের মানুষ।

+
title=

মুর্শিদাবাদ: মাটি কাটার বিরুদ্ধে একজোট হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পাহাড়পুর গ্রামে। অভিযোগ, ইট ভাটার জন্য চাষের জমির মাটি কেটে নিচ্ছিল মাটি মাফিয়ারা। সেইসঙ্গে গ্রামবাসীরা আর‌ও জানান, প্রতিদিন ট্রাক্টারে করে মাটি পাচারের সময় দুর্ঘটনা ঘটে। ঢালাই রাস্তা নষ্ট হয়ে যায়। এর‌ই প্রতিবাদে গ্রামবাসিরা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ।
স্থানীয়দের দাবি, পাহাড়পুর থেকে ট্রাক্টরে করে প্রতি প্রায় ৪০-৫০ গাড়ি মাটি পাচার হয়‌। এই অতিরিক্ত চাপ পড়ার ফলে ঢালাই রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারাও দুর্ঘটনার শিকার হচ্ছে। এর ফলে তাঁদের প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলাচল করতে হয় বলে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন।
advertisement
advertisement
এক অভিযোগকারী বলেন, "সকাল সাড়ে সাতটা থেকে এসে দেখছি ট্রাকটার যাচ্ছে। এই ঘন কুয়াশার মধ্যে কখন থেকে যে মাটি কাটা শুরু হয়েছে তা জানি না। মাটির পাহাড় কেটে যদি ফেলা হয় তাহলে বন্যার সময় জল ঢুকবে মাঠের জমিতে। এতে ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে।
অন‍্য এক বিক্ষোভকারীর দাবি, "এগুলো আমাদের আউস জমি। পুকুর কাটার ফলে আগে যে জমিতে চাষ করতাম সেখানে জলে ভরে যেত। এখন যে জমিতে চাষ করছি এভাবে মাটি কাটতে থাকলে এই জমিগুলো‌ও জলের তলায় যাবে। দীর্ঘদিন থেকেই এই মাটি কেটে ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে। বারবার প্রশাসনকে বলেও কোনও উপায় না পেয়ে আজ একজোট হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি।"
advertisement
এক মহিলা জানান, একদিন সকালে আমারই বাড়ির এক আত্মীয়ের ছেলে মারা গিয়েছিল। এভাবে চলতে থাকলে না খেতে পাব, আর না শান্তি করে থাকতে পারব। এর একটা বিহিত হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার।"না
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দিনে দুপুরে মাটি চুরি! প্রতিবাদে এ কী করল গ্রামবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement