আশেপাশে দমকল কেন্দ্র না থাকায় প্রতিবেশীরাই ঝাঁপিয়ে পড়ে বালতিতে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে কাজ হলেও অনেকটা সময় লেগে যায়। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে দম্পতি গীতা দাস ও বসন্ত দাসের কার্যত পথে বসার জোগাড় হয়েছে। প্রতিবেশীদের অনুমান বাড়ির ইলেক্ট্রিক বোর্ড থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল।
আরও পড়ুন: বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য এইভাবে ব্যবহার হচ্ছে!
advertisement
এই অগ্নিকাণ্ডে ওই বৃদ্ধ দম্পতির বাড়ির দলিল, আই কার্ড, আধার কার্ড সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপ্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যাচ্ছে বাড়িতে নগদ লক্ষাধিক টাকা রাখা ছিল, সেগুলোও পুড়ে গিয়েছে। কার্যতার সব হারিয়ে পথে বসার জোগাড় ওই বৃদ্ধ দম্পতি। তবে তাঁদের পাশে এসে পাশে দাঁড়িয়েছেন দুলদুলি পঞ্চায়েতের উপপ্রধান বিধান মুন্ডা ও গ্রামবাসীরা।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 11:34 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বিধ্বংসী আগুনে পুড়ে গেল বৃদ্ধ দম্পতির লক্ষাধিক টাকা ও বাড়ি