৯৮০০২৩২৩১১ এই হেল্প লাইন নম্বরে কল করলে পৌঁছে যাবে পুলিশের নিরাপত্তা টিম। সীমান্তে পুলিশ সহায়তা কেন্দ্র না থাকার ফলে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে এমনকি বিদেশি পর্যটকরা বিভিন্ন সময়ে টাকিতে ভ্রমণ করতে এসে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ টাকি পর্যটন কেন্দ্র সীমান্তে হওয়ায় পর্যাপ্ত পরিমাণে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যায় না।
advertisement
আরও পড়ুন, একলাফে ৫০ হাজার…! বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে আসছে বিল, বিশেষ অধিবেশনে সিলমোহর
আরও পড়ুন, মাধ্যমিক সিলেবাস বদল? পাঠ্যসূচি বদলাবে প্রাথমিকেও? রাজ্যের সিদ্ধান্তে বড় ইঙ্গিত
উল্লেখ্য দুর্গা পুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটকরা ইছামতির বুকে দুই বাংলার বিসর্জন দেখতে ভিড় জমান। সেইসব পর্যটকরা বিভিন্ন সময় আইনি সহায়তা পেতে বিলম্ব হয় পাশাপাশি হয়রানির শিকার হতে হয় তার জন্য বসিরহাট পুলিশ জেলা ও টাকি পৌরসভার উদ্যোগে তৈরি হল পুলিশের সহায়তা কেন্দ্র। এছাড়াও পর্যটকদের জন্য ভারত বাংলাদেশ সীমান্তে টাকির মুকুটের নয়া পালক জুড়তে চলেছে। খুব শীঘ্রই বনসৃজন হরিনলায় পাবে ভ্রমণ পিপাসু মানুষ।
জুলফিকার মোল্যা