TRENDING:

Durga Puja 2023: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?

Last Updated:

পরস্পর আলাপচারিতার ক্ষেত্রে আমরা একে অপরের মনের গভীরে যাওয়ার চেষ্টা করে থাকি। বোঝার চেষ্টা করে থাকি অপরের চিন্তা ভাবনা, ভাল-মন্দ। আর সেই আলাপচারিতাকেই এবছর দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরছে দমদম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পরস্পর আলাপচারিতার ক্ষেত্রে আমরা একে অপরের মনের গভীরে যাওয়ার চেষ্টা করে থাকি। বোঝার চেষ্টা করে থাকি অপরের চিন্তা ভাবনা, ভাল-মন্দ। আর সেই আলাপচারিতাকেই এবছর দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরছে দমদম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।
advertisement

৬৩ তম বর্ষে এবছর পুজো উদ্যোক্তাদের ভাবনা-চিন্তায় উঠে এসেছে থিম ‘আলাপন’। বর্তমানে সকলেই খুব ব্যস্ত। কারুর জন্য কারুর সময় নেই, এমনকী নিজের জন্যও তেমনভাবে অবকাশ পায় না সকলে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবা, সকলের সঙ্গে মিশে যাওয়ার উপলব্ধি, পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের কথাও তুলে ধরা হবে এই বিশেষ থিমের মধ্য দিয়ে।

advertisement

আরও পড়ুন: কুমোরটুলি এবার হুগলিতে! আজব কাণ্ড! কলকাতা-জেলা মিলেমিশে একাকার এবারের পুজোয়

মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য, আর তাই  তুলে ধরা হবে এই থিমে। গোটা প্যান্ডেল হচ্ছে আয়রন স্ট্রাকচার দিয়ে। বর্তমানে প্যান্ডেলেই তৈরি হচ্ছে প্রতিমা। বিশেষত্ব হিসেবে প্রতিমার এক দিকে চারটি হাত ও একদিকে থাকছে ৬টি হাত। প্রতিমা শিল্পী সৈকত বসু ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন দেবীর সেই বিশেষ রূপকে।

advertisement

View More

আরও পড়ুন: সক্রিয় জেলা প্রশাসন! কাজের গাফিলতি দেখলেই কর্মীদের কপালে জুটছে বকুনি 

প্যান্ডেল দেখতে আসা মানুষজন ভেতরে প্রবেশ করলেই যেন এক অন্য জগতে পৌঁছে যাবেন, আধ্যাত্মিক একটি অনুভূতিও মিলবে মন্ডপে বলে দাবি উদ্যোক্তাদের। আর সেই অনুভূতিতেই নিজেকে একেবারে অন্য ভাবে খুঁজে পাবেন সকলে। এখন দিনরাত এক করে চলছে এই মন্ডপ সাজিয়ে তোলার কাজ। গোটা থিমের দায়িত্বে রয়েছেন শিল্পী দেবাশীষ বারুই।

advertisement

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল