আরও পড়ুন: কীটনাশক নাকি ব্যাকটেরিয়া, ময়ূরদের অসুস্থতা নিয়ে বাড়ছে চিন্তা
শনিবার বসিরহাট স্বাস্থ্য দফতরের সাহায্যে ও বসিরহাট মহকুমাশাসকের দফতরের সহযোগিতায় বসিরহাট মোটর ভেহিকেলসের সদর দফতরে একদিকে সুগার ও প্রেসার পরীক্ষা করা হল,
অন্যদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হল চক্ষু পরীক্ষার উপর। গাড়ি চালাতে চোখের উপর বেশি চাপ পড়ে। চালকদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ চক্ষু। সেটাকে ঠিক রাখাই মূল লক্ষ্য পরিবহণ দফতরের। ইদানিংকালে একের পর এক দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তারপরই একের পর এক এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
এদিকে বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা। এই প্রসঙ্গে বেসরকারি পরিবহণ শ্রমিক অজয় কুন্ডু বলেন, বিগত দিনে এইসব চালক ও খালাসী পরিবহণ শ্রমিকরা বিনা পয়সায় কোনও স্বাস্থ্য পরিষেবা পায়নি। দিনে দিনে দৃষ্টি শক্তি হারিয়ে কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে বা কেউ বাড়িতে বসে রয়েছে। তাই এই চক্ষু পরীক্ষা এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন শ্রমিক সংগঠনের সদস্যরা।