Alipurduar News: কীটনাশক নাকি ব্যাকটেরিয়া, ময়ূরদের অসুস্থতা নিয়ে বাড়ছে চিন্তা

Last Updated:

আবার‌ও অসুস্থ অবস্থায় ময়ূর উদ্ধার হল কালচিনি থেকে। বন দফতরের দাবি, ব্যাকটেরিয়া জনিত অসুখে আক্রান্ত হচ্ছে ময়ূরগুলি

আলিপুরদুয়ার: ফের কালচিনির নিমতিঝোড়া বাগান থেকে উদ্ধার হল ময়ূর। শনিবার তা বনদফতরের হাতে তুলে দেন স্থানীয় বন্যপ্রাণী প্রেমী সংগঠনের সদস্যরা। লাগাতার অসুস্থ ময়ূর উদ্ধার ঘিরে শুরু হয়েছে জল্পনা।
গত কয়েক সপ্তাহে এই নিয়ে ছয়টি ময়ূর উদ্ধার হয়েছে এই চা বাগান থেকে। অসুস্থ অবস্থায় সবকটি ময়ূর উদ্ধার হয়েছে বলে দাবি বন্যপ্রাণী প্রেমী সংস্থার সদস্যদের। এরপরই বন দফতরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আর্জি জানালেন ওই সংগঠনের সদস্যরা। বাগানের ছিটানো কীটনাশকের কারনে ময়ূরগুলি অসুস্থ হচ্ছে কিনা এ নিয়ে উঠছিল প্রশ্ন। তবে এই বিষয়ে বন্যপ্রাণী প্রেমী সংগঠনের সদস্য বিক্রমজিৎ চক্রবর্তী বলেন, ‘বরাবরই বাগানে কীটনাশক ছিটানো হয়। এর আগেও বাগান থেকে আমরা ময়ূর উদ্ধার করেছি। তবে তারা এরূপ অসুস্থ ছিল না। কেন এমন হল তা বন দফরের গুরুত্ব সহকারে দেখা উচিত।’
advertisement
advertisement
এই বিষয়ে নিমতি রেঞ্জের রেঞ্জ অফিসার অর্নব দাস বলেন, ‘কীটনাশক নয়, একপ্রকার ব্যাকটেরিয়া জনিত রোগের কারণে ময়ূররা অসুস্থ হচ্ছে। এদিনের উদ্ধারকৃত ময়ূরের চিকিৎসা চলছে। এছাড়া আগের যে ময়ূরগুলি উদ্ধার হয়েছিল সকলকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কীটনাশক নাকি ব্যাকটেরিয়া, ময়ূরদের অসুস্থতা নিয়ে বাড়ছে চিন্তা
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement