বৃহস্পতিবার বারাসত হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে ডায়াবেটিসের চিকিৎসা শুরু হওয়ার কথা জানান বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল। সপ্তাহে একদিন করে এই ডায়াবেটিস পরিষেবা চালু থাকবে বলে জানান তিনি। ডায়াবেটিস চিকিৎসা চলাকালীন কোনও রোগী যদি অসুস্থ হয়ে পরেন, সেক্ষেত্রে তাঁকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হবে। প্রয়োজনে ভর্তি করে চিকিৎসা করা হবে। আপাতত প্রতি সপ্তাহের মঙ্গলবার করে চালবে এই ডায়াবেটিস ক্লিনিক।
advertisement
আরও পড়ুন: বিপদ বলে কয়ে আসে না, আর তাই রায়দিঘি কলেজে বসানো হল এমার্জেন্সি এক্সিট সিঁড়ি
ভবিষ্যতে দিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান হাসপাতাল সুপার। কলকাতার এসএসকেএমে হাসপাতালের সহযোগিতায় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের ট্রেনিংয়ের ফলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বারাসত হাসপাতালে চালু করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে করা হবে হাসপাতলে।
জানা গিয়েছে, প্রথম দিনই সাতজন রোগী ডায়াবেটিক ক্লিনিকে দেখান। এমনিতেও বারাসত হাসপাতালে আগের থেকে রুগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে খুশি রোগীরা।
রুদ্রনারায়ণ রায়





