South 24 Parganas News: বিপদ বলে কয়ে আসে না, আর তাই রায়দিঘি কলেজে বসানো হল এমার্জেন্সি এক্সিট সিঁড়ি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ছাত্র-ছাত্রীদের প্রাণ বাঁচাতে কলেজে বসানো হল লোহার সিঁড়ি। যাতে বিপদের সময় সকলকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়
দক্ষিণ ২৪ পরগনা: কলেজে আগুন লেগেছে, অথবা নীচের তলায় কোনও বড় বিপদ ঘটেছে। যার ফলে প্রধান সিঁড়ি দিয়ে নিচে নামাই যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কলেজের ছাত্র-ছাত্রীদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনতে বিশেষ উদ্যোগ নিল রায়দিঘি কলেজ। বসানো হল এমার্জেন্সি এক্সিট।
বিপদের সময় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেই উপরের তলায় পাঠরত ছাত্র-ছাত্রীদের সুস্থভাবে বাইরে বের করে আনা যায় তার জন্য বৃহস্পতিবার রায়দিঘি কলেজে বসানো হল লোহার সিঁড়ি। এতে খুশি ছাত্র-ছাত্রীরা।
এই সিঁড়ি কলেজের বাইরের দিক থেকে বসানো হয়েছে। একেবারে টপ ফ্লোর থেকে সরাসরি মাটিতে নামছে সিঁড়ি। এই এমার্জেন্সি এক্সিট সিঁড়ির উদ্বোধন করলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। সিঁড়িটির সঙ্গে প্রত্যেক ফ্লোরের সংযোগ আছে।
advertisement
advertisement
মূলত বেশ কয়েক বছর ধরে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক কাজ করে চলেছে রায়দিঘি কলেজ কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণ করতে কলেজ একাধিক পদক্ষেপ নেয়। কলেজের মধ্যেই বেশ কয়েক জায়গায় ফায়ার এক্সটিংগুইসার বসানো হয়।
advertisement
এই আপৎকালীন সিঁড়ির পাশাপাশি কলেজের একটি ইনডোর গ্যালারি ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই গ্যালারিতে আগে ৩০ জন ছাত্র-ছাত্রী বসতে পারত। বর্তমানে সেখানে ১০০ জন ছাত্র-ছাত্রী বসতে পারবে।
এই নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা বলেন, নিসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ। এই সিঁড়ি বসানোর ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে। যে কোনও জরুরি প্রয়োজনে কাজে লাগবে এই সিঁড়ি। এছাড়াও গ্যালারিটি কলেজের ইনডোর অনুষ্ঠানে কাজে লাগবে। আগামীদিনে এই ভাবনা সুন্দরবনের অন্যান্য কলেজগুলিকেও পথ দেখাবে বলে তিনি জানান।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিপদ বলে কয়ে আসে না, আর তাই রায়দিঘি কলেজে বসানো হল এমার্জেন্সি এক্সিট সিঁড়ি
