আরও পড়ুন: নর্দমার জল পায়ে মেখে যাতায়াত করাটা এখানকার স্বাভাবিক ছবি!
ছোট্ট টবে সহজেই অ্যাডেনিয়াম ফোটানো যায়। সেই কারণেই এর চাহিদা যথেষ্ট মানুষের কাছে। অ্যাডেনিয়াম টানা রোদ সহ্য করতে পারে। নিয়ম করে প্রতিদিন এই গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন নেই। অথচ দেখতে অত্যন্ত সুন্দর। অত্যন্ত কম পরিশ্রমে এই গাছ চাষ করতে পারবেন, কারণ এই গাছ কষ্টসহিষ্ণু। অনেকদিন জল ছাড়াই বাঁচতে পারে। নিয়ম করে গাছে জল দেওয়ার ঝুট-ঝামেলা একেবারে পোহাতে হয় না। তাই একে অনেকে ‘মরুর গোলাপ’ বলে। এটি চোখে যেমন আরাম দেয় তেমনই মন ভাল রাখে।
advertisement
স্বপ্নের ছাদ বাগান বা ব্যালকনিকে সুন্দরভাবে সাজাতে কয়েকটি মরু-গোলাপ রেখে দিতেই পারেন। আর এই মরু-গোলাপ অর্থাৎ অ্যাডেনিয়ামের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বসিরহাট শহরের সাহানুর নার্সারিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই অ্যাডেনিয়ামের। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডেনিয়ামের ডাল থেকে নতুন আরেকটি গাছ তৈরি করা যায়। এর ফলে বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নতুন চারা গাছ তৈরি করে স্বনির্ভর হওয়ার সুযোগ থাকছে বেকারদের কাছে।
জুলফিকার মোল্লা