বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পৌরসভার ভিত্তিক কাজের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৌর কর্মীদের বাড়ি বাড়ি সমীক্ষা চালানো, বাড়িতে গিয়ে কেউ আক্রান্ত রয়েছে কি না তা দেখা, পাশপাশি জমা জল থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-এ যেন মৃত্যু যন্ত্রণা! সারা শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছিল আমি মরেই যাব, হঠাৎ কী হল তানজিন তিশার?
advertisement
আরও পড়ুন-নক্ষত্রপতন! প্রয়াত অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অপূরণীয় ক্ষতি চলচ্চিত্র জগতে
ব্যারাকপুর মহকুমা জুড়ে বিটি রোডের ধার বরাবর অসংখ্য বন্ধ কারখানা রয়েছে, এসব জায়গা মশার আঁতুর ঘর। তাই ডেঙ্গি মোকাবিলায় বন্ধ কারখানা কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হবে। বন্ধ কারখানার জমিতে নোংরা, জমা জল থাকলে তা পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। কেউ তা না করলে পৌর কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মহকুমা এলাকার অধিকাংশ পৌরসভার জমির উপর দিয়ে রেল লাইন গিয়েছে। রেলের ধারে বহু জায়গা নোংরা অবস্থায় পড়ে থাকে, জল জমে থাকে। রেলের সঙ্গে কথা বলে প্রশাসন এবং রেলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে জেলার ডেঙ্গি পরিস্থিতি যে প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে তা ভালই বোঝা যাচ্ছে।
Rudra Narayan Roy