প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই রেলের তরফে বামনগাছি স্টেশনে হকার্স উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে বামনগাছির এক, দুই ও তিন নম্বর স্টেশন সহ লেভেল ক্রসিং এর আশপাশ থেকে হকার্সদের সরে যেতে বলা হয় ওই নোটিশে। সেই সময় সীমা অতিক্রম হতেই রেলের তরফ থেকে শুক্রবার তোড়জোড় শুরু হয় হকার উচ্ছেদের(North 24 Parganas)। এরপরই, হকার্স ইউনিয়ন এর পক্ষ থেকে উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রেলের তরফ থেকে হকার্স ইউনিয়নের সাথে কোনও আলোচনা শুরু হয়নি৷
advertisement
হকার্স ইউনিয়নের দাবি, দুই পক্ষ একসাথে বসে আলোচনার মাধ্যমে এর সুরাহা বের করতে হবে। তা না হলে কোনভাবেই এই উচ্ছেদ প্রক্রিয়া হতে দেওয়া হবে না। এদিন হকার্স ইউনিয়নের তরফ থেকে স্টেশন মাস্টারকে লিখিত ডেপুটেশনে জমা দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বামনগাছি স্টেশন এলাকায়। বন্ধ রয়েছে স্টেশন এলাকার সমস্ত দোকান।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এই দিন বামনগাছি স্টেশন চত্বরে মিছিল করা হয়। নেতৃত্বের দাবি, হকার্সদের জন্যই আজ বামনগাছি স্টেশন সুরক্ষিত। বামনগাছি স্টেশন এলাকায় প্রায় কয়েকশো হকার্স রয়েছে। তাদেরকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে রেলকেই বিকল্প রাস্তা বের করে দেওয়ার দাবি জানানো হয়।
Rudra Narayan Roy