করোনা পরবর্তী সময়ে বহু মানুষের শ্বাসকষ্ট জনিত নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, কেমিকেল মিশ্রিত কোনও রং বা আবির ত্বকে লাগলে সেই সমস্যা আরও বাড়তে পারে। সম্ভবত সেই কথা মাথায় রেখেই এবং স্বাস্থ্যের কথা ভেবেই ভেষজ রং ও আবিরের দিকে ঝুঁকছে বাংলার জনগণের একাংশ। কারণ ফুল, ফল, সবজি, গাছের পাতা থেকে তৈরি হওয়া এই ভেষজ আবির ও রং ত্বকে লাগলে বিন্দুমাত্র ক্ষতি হয় না। বরং এর কিছু ভালো গুণ আছে।
advertisement
আরও পড়ুন: নারী দিবসের প্রাক্কালে আত্মরক্ষার পাঠ মেয়েদের
উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিষ্ণুপুর এলাকায় গাঁদা ফুল থেকে ভেষজ আবির তৈরি হচ্ছে। যার পাইকারি বাজার দর প্রতি কেজি ৩৫০ টাকা। লাল গাঁদা, হলুদ গাঁদা ফুল থেকেই বেশি আবির তৈরি হয়। তবে রক্ত গাঁদা, চেরি গাঁদা সহ সব ধরনের গাঁদা ফুল থেকেই এই সুগন্ধি ভেষজ আবির তৈরি হয় বলেই জানাচ্ছেন ফুল চাষিরা। এছাড়াও গোলাপফুল, চন্দ্রমল্লিকা সহ নানান ফুল থেকেও আবির তৈরি হচ্ছে। গাঁদা ফুলের উৎপাদন এই এলাকায় বেশি। তাই গাঁদা থেকেই ভেষজ আবির বেশি পরিবারের তৈরি হয়।
ভেষজ আবির প্রস্তুতকারক গোবিন্দ বিশ্বাস জানান, চাষির থেকে ফুল কিনে তা প্রথমে রোদে শুকিয়ে নেন। সেই ফুলকে বিভিন্ন উপায়ে প্রসেসিংয়ের মাধ্যমে আবির তৈরি করা হয়। এই বছর ভেষজ আবিরের চাহিদা অনেকটাই বেশি বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। তিনি জানান, দোকানদারদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ এসেও বাড়ির জন্য আবির কিনে নিয়ে যাচ্ছেন।
রুদ্রনারায়ণ রায়