আরও পড়ুন: হেলিকপ্টার থেকে মর্তে নেমে এলেন দেব কারিগর বিশ্বকর্মা!
ঘটনা হল এই স্কাইওয়াকটি উদ্বোধনের চার মাসের মাথায় এখানে একাধিক ফাটল দেখা দেয়। সেই সময় তড়িঘড়ি করে মেরামতির কাজ হয়েছিল। কয়েক বছর পর আর ঝুঁকি না নিয়ে এই স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষা সহ মেরামতির কাজ শুরু করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। দফতরের এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেল, স্কাইওয়াকের ক্ষয়ে যাওয়া সমস্ত বিয়ারিং প্রতিস্থাপন করা হবে। জং ধরা নাট বদলানো, স্কাইওয়াকের কাঠামোর উপর ক্ষয়রোধী পেন্টিং করার কাজ চলছে। এই কাজের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
দুর্গাপুজোর আগেই এই স্কাইওয়াকের স্বাস্থ্যের হাল ফিরবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণেশ্বরে আসা মানুষদের কাছে এই স্কাইওয়াক বেশ জনপ্রিয়। এটি তৈরি হওয়ার ফলে যানজট এড়িয়ে সোজা পৌঁছে যায় মন্দিরের একেবারে সামনে। এর গুরুত্বের কথা বিবেচনা করে দ্রুত কাজ করা হচ্ছে।
রুদ্রনারায়ণ রায়






