রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের সময় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে নিত্য যাত্রীদের। স্থানীয় দোকানদাররা বারংবার রেল কর্তৃপক্ষকে জানিও কোন কাজ হয়নি বলেই অভিযোগ। বহুদিন আগে জোড়াতাপ্পির কাজ করা হলেও, রাস্তার কঙ্কাল সার চেহারা আবারও বেরিয়ে গিয়েছে বলেই জানান স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। এই অভিযোগ তুলেই এদিন রেলগেট মধ্যস্থলে যশোর রোডের ওপর অবরোধ করে বিক্ষোভে সামিল হন হাবরা নাগরিক মঞ্চের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর বোম স্কোয়াডের ঘটনাস্থল পরিদর্শন
তাদের দাবি অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে পাশাপাশি, রাস্তার পরিস্থিতির ওপর নজর রাখতে হবে রেল কর্তৃপক্ষকেও। যশোর রোডের উপর প্রায় আধা ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে ভোগান্তির শিকার হতে হয় শিয়ালদহ বনগাঁ শাখার নিত্যযাত্রীদের। অবশেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Rudra Narayan Roy





