TRENDING:

North 24 Parganas News: বেহাল রেল গেটের রাস্তায় ঘটছে দুর্ঘটনা, প্রতিবাদ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

দীর্ঘদিন ধরে বেহাল যশোর রোডের উপর রাস্তা ও রেল লাইনের সংযোগকারী লেভেল ক্রসিং গুলি। অনবরত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিন আবারো দুর্ঘটনা ঘটতেই, উত্তেজিত জনতা ও স্থানীয় নাগরিকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : দীর্ঘদিন ধরে বেহাল যশোর রোডের উপর রাস্তা ও রেল লাইনের সংযোগকারী লেভেল ক্রসিং গুলি। অনবরত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিন আবারো দুর্ঘটনা ঘটতেই, উত্তেজিত জনতা ও স্থানীয় নাগরিকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ফলে একদিকে যেমন অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড অপরদিকে সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। পরে অবশ্য রেল পুলিশ এসে পুরো পরিস্থিতি সামাল দেয়। জানা যায়, শিয়ালদা বনগাঁ শাখার হাবরা এলাকার ২৬ নম্বর ও ২৭ নম্বর রেলগেট এলাকায় যশোর রোডের বেহাল অবস্থা।
advertisement

রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের সময় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে নিত্য যাত্রীদের। স্থানীয় দোকানদাররা বারংবার রেল কর্তৃপক্ষকে জানিও কোন কাজ হয়নি বলেই অভিযোগ। বহুদিন আগে জোড়াতাপ্পির কাজ করা হলেও, রাস্তার কঙ্কাল সার চেহারা আবারও বেরিয়ে গিয়েছে বলেই জানান স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। এই অভিযোগ তুলেই এদিন রেলগেট মধ্যস্থলে যশোর রোডের ওপর অবরোধ করে বিক্ষোভে সামিল হন হাবরা নাগরিক মঞ্চের সদস্যরা।

advertisement

আরও পড়ুনঃ মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর বোম স্কোয়াডের ঘটনাস্থল পরিদর্শন

তাদের দাবি অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে পাশাপাশি, রাস্তার পরিস্থিতির ওপর নজর রাখতে হবে রেল কর্তৃপক্ষকেও। যশোর রোডের উপর প্রায় আধা ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে ভোগান্তির শিকার হতে হয় শিয়ালদহ বনগাঁ শাখার নিত্যযাত্রীদের। অবশেষে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেহাল রেল গেটের রাস্তায় ঘটছে দুর্ঘটনা, প্রতিবাদ নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল