North 24 Parganas News: মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর বোম স্কোয়াডের ঘটনাস্থল পরিদর্শন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মিনাখাঁ বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর এবার বোম স্কোয়াডের প্রতিনিধিদল বিস্ফোরণ স্থল পরিদর্শনে আসলেন। ইতিমধ্যেই গোটা ঘটনায় দুই অভিযুক্তকে পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
#উত্তর ২৪ পরগনা : মিনাখাঁ বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর এবার বোম স্কোয়াডের প্রতিনিধিদল বিস্ফোরণ স্থল পরিদর্শনে আসলেন। ইতিমধ্যেই গোটা ঘটনায় দুই অভিযুক্তকে পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে এদিন বোম স্কোয়াডের প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন বলেই মনে করা হচ্ছে। বসিরহাটের মিনাখাঁ থানার চাঁপালী গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনায় এক রাজনৈতিক দলের কর্মী আবুল হোসেনের বাড়িতে আসে তিন জনের রাজ্য ফরেন্সিক দল।
এরপরই, দুপুরে চারজনের একটি বোম্ব স্কোয়াডের প্রতিনিধি দল অভিযুক্তের বাড়িতে আসেন। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন ঘর তল্লাশি করে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল অর্থাৎ ওই নাবালিকা ছাত্রী তথা আট বছরের শিশু বোমা বিস্ফোরণের মৃত্যু হয়েছিল সোহানা খাতুনের সেই জায়গায় প্রতিনিধি দলের সদস্যরা ঘুরে দেখে নমুনা সংগ্রহ করেন। ক্যামেরা দিয়ে পুরো জায়গাটির ফটোগ্রাফি করেন তারা।
advertisement
আরও পড়ুনঃ বিএসএফের নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী! গ্রেফতার তিন
পাশাপাশি প্রথম তলা ও দ্বিতীয় তলায় প্রতিটি ঘরে চিরুনি তল্লাশি চালায় বোম স্কোয়াডের প্রতিনিধি দল। এছাড়াও, প্রতিবেশীদের সাথে কথা বলে ওই এলাকা সহ আশে পাশের জায়গাগুলোকে চিহ্নিত করেন। মূল অভিযুক্ত আবুল হোসেন গাইন ও তার ভাই আব্দুল সাত্তারকে পুলিশি হেফাজত শেষে কোর্টে তোলার আগে পুরো ঘটনার বিষয়টি বুঝে নিতে চাইছেন তদন্তকারী দলের সদস্যরা। এলাকায় পুলিশি নজরদারিও চালানো হচ্ছে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
November 21, 2022 8:07 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মিনাখা বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরেনসিক দলের পর বোম স্কোয়াডের ঘটনাস্থল পরিদর্শন