২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ যেমন বাঙালির কাছে গর্বের দিন তেমনই শোকের দিনও বটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে অন্যতম সরকারি ভাষা করার দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। সেই আন্দোলনে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় বাঙালি তরুণদের। পরবর্তীতে ওই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। স্বাভাবিকভাবেই পৃথিবীতে প্রথম ভাষা শহিদ হিসেবে স্বীকৃতি লাভ করে বাঙালি।
advertisement
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরের দিকে দিকে ভাষা দিবসের অনুষ্ঠান
বাংলাদেশ মহা ধুমধামের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে এপার বাংলাতেও এই দিন উপলক্ষে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। তেমনই একটি অনুষ্ঠান ছিল এই সাইকেল র্যালি। 'আগে মাতৃভাষাকে ভালো করে জানতে হবে, শিখতে হবে। তারপর পাশ্চাত্য ভাষাকে মর্যাদা দিতে হবে', এই বার্তা নিয়েই বারাসত থেকে কৃষ্ণনগর পর্যন্ত সাইকেল র্যালি আয়োজিত হয়। গোটা বিষয়টির পিছনে ছিলেন বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার উপ পুরপ্রধান তাপস দাশগুপ্ত, গৌতম সাহা, দেবাশিস মিত্র, পুলিশ আধিকারিক রঞ্জিত সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
রুদ্রনারায়ণ রায়