West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের দিকে দিকে ভাষা দিবসের অনুষ্ঠান

Last Updated:

পশ্চিম মেদিনীপুরের নানান প্রান্তে আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানান অনুষ্ঠান

+
title=

পশ্চিম মেদিনীপুর: অমর একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য লড়াই করতে গিয়ে প্রথম শহিদ হয়েছিল বাঙালি‌ই। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য রক্তাক্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর। সেই ঘটনার স্মরণেই পরবর্তীতে রাষ্ট্রসঙ্ঘের অধীনস্থ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
অন্যান্য জেলার মত পশ্চিম মেদিনীপুরের নানান প্রান্তে সরকারি ও বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বেলদায় সকাল ৭ টা ২১ মিনিটে ভাষা শহিদদের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালাম, বরকত, জব্বারদের শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিল বেলদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা আন্দোলনের বীর শহিদদের। পাশাপাশী এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের একুশে সম্মানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
advertisement
advertisement
বেলদার এই অনুষ্ঠান মঞ্চেই প্রকাশিত হয় একুশে পত্রিকা। গানে এবং কথায় এই দিনটিকে পালন করে সংগঠনটি। আলোচনা করা হয় ২১ ফেব্রুয়ারির গুরুত্ব নিয়ে। অন্য দিকে খড়গপুরে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নাচ, গান ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক দিলীপ মিশ্র, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সহ অন্যরা।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পশ্চিম মেদিনীপুরের দিকে দিকে ভাষা দিবসের অনুষ্ঠান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement