কন্ট্রাক্টচুয়াল এক মহিলা কর্মী অভিযোগ জানায় যে, ওই দফতরের এক কন্ট্রাকচুয়াল কর্মী মধুসূদন মন্ডল তাঁকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছে। শ্লীলতাহানি করার অভিযোগ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানার পুলিশ তদন্তে নামে। তদন্ত নেমে এদিন দুপুরে সল্টলেক সিজিও কমপ্লেক্সের এনএসএস দফতরে এসে অভিযুক্তকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: হাসপাতালে মৃত, বাড়িতে নিয়ে যেতেই জীবিত শিশু! মালদহের ঘটনা অবিশ্বাস্য
আরও পড়ুন: ট্যুইটারে ব্লু টিক রইল না মমতা-অভিষেক-শুভেন্দু-রাহুলের! কেন জানেন?
পুলিশ সূত্রে খবর, এই মধুসূদন মন্ডল সল্টলেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কন্ট্রাকচুয়াল সুপারভাইজার হিসেবে কর্মরত। প্রতিনিয়ত মহিলাকে উত্তক্ত করতেন বলে অভিযোগ, তারই পাশাপাশি চলত কুপ্রস্তাব। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
অনুপ চক্রবর্তী