মাঝে একদিন বয়ান রেকর্ড করার কথা থাকলেও কোন কারনে তা না হওয়ায় এদিন ফের আদালতে হাজির করা হয় অভিযুক্তকে। অবশেষে, জোড়া খুন মামলায় এদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেওয়া হয় গোপন জবানবন্দী। ফলে দ্রুত নিষ্পত্তি হবে বাগুইআটি নাবালক জোড়া খুনের বলেই মনে করছেন পাবলিক প্রসিকিউটর।
আরও পড়ুন: পাখির চোখ অভিষেকের, নজর মমতারও! মেঘালয়ে এবার তুমুল চমক তৃণমূলের?
advertisement
২০২২-এর ২৪ আগস্ট বাগুইহাটি দুই নাবালকে গাড়ি করে অপহরণ করে নিয়ে গিয়ে, গাড়ির মধ্যে খুন করে বসিরহাটে ফেলে রাখে দুষ্কৃতীরা। মেরে দেওয়ার পর অতনুর বাবাকে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবিও করেছিল তারা। বেশ কিছুদিন নিখোঁজ হয়ে যাওয়ার পর বসিরহাট থানা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল অতনু ও অভিষেকের।
আরও পড়ুন: ধনপুর আসনে পরিবর্তন না প্রত্যাবর্তন? মানিক সরকারের আসন ঘিরেই বড় জল্পনা
ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এতটাই, সেনসিটিভ কেস হয়ে ওঠে যে এই ঘটনাটি আলাদা করে সিআইডি তদন্ত করতে শুরু করে বলেও জানা গিয়েছে। এই খুনের ঘটনায় তদন্তে নেমে মোট ছয় জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দিব্যেন্দু দাস রাজসাক্ষী হওয়ায়, বিচার প্রক্রিয়া এখন কোন পথে এগোয় তাই দেখতে চাইছেন নিহতদের পরিবার সহ আত্মীয়-স্বজন এলাকাবাসী সকলেই।
----Rudra Narayan Roy