উত্তর ২৪ পরগনার বনগাঁর সুন্দরপুর পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথে গ্রামসভার কংগ্রেস প্রার্থী হয়েছেন পবিত্র সরদার। আর বিজেপির হয়ে এখানেই ভোটে দাঁড়িয়েছেন শিল্পী বালা। এই একই বুথে তৃণমূলের হয়ে লড়ছেন সবিতারানি বিশ্বাস। মনোনয়ন জমার পর্ব মেটার পর ভোট প্রচারে নেমে পড়েছেন সব প্রার্থী। আর তাতে রাতারাতি এক বিতর্কিত পোস্টারে ছেয়ে গেছে গোটা বাগান গ্রাম। দেখা যাচ্ছে একটি পোস্টারেই বিজেপি প্রার্থী শিল্পী বালা ও কংগ্রেস প্রার্থী পবিত্র সরদারের নাম ও ছবির পাশাপাশি দলীয় প্রতীক দিয়ে প্রচার হচ্ছে। অর্থাৎ একই পোস্টারে কংগ্রেসের হাত চিহ্ন ও বিজেপির পদ্মফুল প্রতীক আছে! শুধু তাই নয়, ওই পোস্টারে কংগ্রেস ও বিজেপি প্রার্থীকে ‘জোট প্রার্থী’ বলে উল্লেখ করা হয়েছে। এমন একটি পোস্টার যে শোরগোল ফেলে দেবে তা বলাই বাহুল্য।
advertisement
আরও পড়ুন: কেক কেটে পঞ্চম’দার জন্মদিন পালন
শাসক দল তৃণমূলের দাবি, এই পোস্টার থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রে রাহুল গান্ধি যতই নরেন্দ্র মোদির বিরোধিতা করুন না কেন বাংলায় তৃণমূলকে হারাতে বিজেপির হাত ধরেছে কংগ্রেস। তৃণমূল প্রার্থী সবিতারানি বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে লড়ার জন্য কংগ্রেস আর বিজেপি জোট করেছে। তাতে কোনও লাভ হবে না।
যদিও পোস্টারে উল্লেখ করা জোটের তত্ত্ব মানতে রাজি নন কংগ্রেস ও বিজেপি প্রার্থী। কংগ্রেস প্রার্থী পবিত্র সরদার বক্তব্য বিজেপির সঙ্গে তাদের কোনো জোট নেই কংগ্রেসের বদনাম করার জন্যই চক্রান্ত করে কেউ বা কারা এটা করেছে তার ইঙ্গিত তৃণমূলের দিকে ওই কংগ্রেস প্রার্থীর অভিযোগ শাসক দল চক্রান্ত করে বিজেপির সঙ্গে তার ব্যানার তৈরি করে এলাকায় ছড়িয়েছে। এদিকে বিজেপি প্রার্থী শিল্পী বালা বলেন, তিনি বিজেপিরই প্রার্থী।
সুন্দরপুর পঞ্চায়েতের গোটা বাগান গ্রামে কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থী পোস্টার ছেয়ে যায়। পরে অবশ্য বিতর্ক তৈরি হলে ওই পোস্টার ও ব্যানার নামিয়ে নেওয়া হয়। তবে এই পোস্টার নিয়ে কয়েকটি প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। যেমন বিজেপি-কংগ্রেস ‘জোট’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তেমনই এর পাশাপাশি প্রশ্ন উঠছে, জোট হলে দু’জন প্রার্থী হয় কী করে? দু’জনের একসঙ্গে প্রচার চালিয়ে আদপে লাভটা কী হবে? যদিও এই বিতর্কে নিষ্পত্তি একমাত্র ব্যালট বক্সেই সম্ভব বলে রাজনৈতিক মহলের ধারণা।
রুদ্রনারায়ণ রায়