আরও পড়ুন: ঘর ভর্তি ধোঁয়ায়, মা গেলেন হাসপাতালে, ছেলের করুণ পরিণতি
প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে মিল বন্ধ করে দেওয়া হয় জুটমিল কর্তৃপক্ষের তরফ থেকে। এরপরই শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘ সময় ধরে চলতে থাকে আন্দোলন, অবরোধ সহ প্রতিবাদ। অবশেষে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের অসন্তোষের সমাধান সূত্র বের হতেই মিল খুলে দেওয়ার কথা ঘোষণা করা হল।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনে কামারগাতির বনবিবি মেলা, চলে আসছে যুগ যুগ ধরে
তাই এদিন থেকেই মিলের মেনটেনেন্স এর কাজ শুরু হল। ফলে আগামী মাস থেকেই পুরো দমে জুট মিলের উৎপাদন শুরু হয়ে যাবে বলেও আশাবাদী মিল কর্তৃপক্ষ। ফলে আবারও কাজ হারাতে বসা শ্রমিকেরা পুনরায় এই জুট মিলেই কাজ করে পারিশ্রমিক পাবেন, ফলে তাদের ক্ষেত্রেও আর্থিক দিক থেকে অনেকটাই সুবিধা হল বলে মনে করা হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই জুট মিল খোলায় বছর শেষে হাসি ফুটেছে কয়েক হাজার শ্রমিকের মুখে।
Rudra Nrayan Roy