আরও পড়ুন: পরিবেশ বাঁচাতে সাইকেলে চেপে হাওড়া থেকে বিষ্ণুপুর যাত্রা
কয়েকদিন আগেই বাড়ির সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় অশোকনগরে প্রাণ হারান বছর ৫৭-এর পঙ্কজ পোদ্দার। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। বেপরোয়া বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে শুরু হয় নাকা চেকিং। যদিও তাতে বেপরোয়া বাইকের উৎপাত কমেনি বলে এলাকাবাসীর অভিযোগ। এই পরিস্থিতিতে আর পুলিশের ভরসায় না থেকে সেখানকার নাগরিক সমাজ রাস্তায় নেমে নিজেরাই বেপরোয়া বাইকের দৌরাত্মক থামানোর উদ্যোগ নিল।
advertisement
মঙ্গলবার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতীত সরকারের উদ্যোগে দুই মদ্যপ বাইক চালককে ধাওয়া করে ধরে ধরে ফেলে এলাকার মানুষ। তারা মাতাল অবস্থাতেই প্রবল গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। দেখা যায় তাদের কারোর বয়সই এখনও ১৮ পেরোয়নি। তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে পুলিশ সূত্রে খবর, গত তিন দিনের নাকা চেকিংয়ে ১০০, ৫৫ ও ৯৫ জন বেপরোয়া বাইক চালককে আইন ভাঙার কেস দেওয়া হয়েছে। অশোকনগর চৌরঙ্গী এলাকা থেকে স্টেডিয়ামের রাস্তার দু’ধারে গজিয়ে ওঠা ফুড স্টল ও ক্যাফেগুলিকেও এই বিষয়গুলি নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। এতো কিছুর পরও বেপরোয়া বাইক চালকদের হুঁশ না ফেরায় এবার শহরবাসীকেই পথে নামতে হল।
রুদ্রনারায়ণ রায়