আরও পড়ুন: শোলা শিল্পে সঙ্কট, তবু পুজোর আগে দম ফেলার সময় নেই শিল্পীদের
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি পঞ্চায়েতের দেউলি গ্ৰামে বাড়ি রুদ্রক মণ্ডলের। জানা গিয়েছে, এদিন বাড়িতেই খেলছিল সে। বাবা-মায়ের অগোচরে হঠাৎ পুকুর পাড়ে গিয়ে হাজির হয়। তখনই ঘটে দুর্ঘটনা হঠাৎ পুকুরে পড়ে যায়।
advertisement
রুদ্রাককে বাবা-মা অনেকক্ষণ দেখতে না পেয়ে বাড়ির চারিপাশে খুঁজতে শুরু করে। জানতে পেরে গ্রামের লোকজনও এই খোঁজাখুঁজিতে যোগ দেয়। হঠাৎ রুদ্রকের ঠাকুরদা তাকে পাশের এক পানা পুকুরে ভেসে উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে ওই শিশুটিকে উদ্ধার করে যোগেশগঞ্জ গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 7:09 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পরিবারের অসাবধানতার চরম পরিণতি, পুকুরে পড়ে মৃত্যু শিশুর