Dakshin Dinajpur News: শোলা শিল্পে সঙ্কট, তবু পুজোর আগে দম ফেলার সময় নেই শিল্পীদের

Last Updated:

সোনা শিল্পের সঙ্কটের কারণে সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের প্রতিমার গয়না তৈরির কারিগররা

+
title=

দক্ষিণ দিনাজপুর: আগমনীর ঘণ্টা বেজে গেছে বেশ কিছুদিন আগে। উৎসব প্রিয় বাঙালির মনে তাই এখন আনন্দের উচ্ছ্বাস। শুধুমাত্র প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা নয়, শারদীয়ার অন্যতম আকর্ষণ দেবীর অলঙ্কার। তাই পুজো এসে গেলেই তাঁদের ব্যস্ততা তুঙ্গে ওঠে। শোলার সাজে দেবী মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন। সেই শোলার উৎপাদনেই ভাটা পড়েছে বিগত কয়েক বছর ধরে। এর ফলে শোলার জিনিসপত্র তৈরি করতে এক দিকে খরচ যতটা বেড়েছে সেই অনুপাতে দাম বাড়েনি শিল্পীদের তৈরি করা জিনিসপত্রের। ফলে আয় কিছুটা হলেও কমেছে শিল্পীদের।
প্রতিমাকে অলঙ্কারে সুসজ্জিত করার জন্য প্রয়োজনীয় শোলার অলঙ্কারের অর্ডার এলেও অন্যবারের তুলনায় তা যথেষ্ট কম। তবে সেই অর্ডারগুলোই সঠিক সময়ে পৌঁছে দিতে এখন দিনরাত এক করে ফেলছেন কারিগরেরা।
advertisement
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আর্য সমিতি এলাকর শোলা শিল্পী দিলীপ মালাকার এবং তাঁর সহকারীরা মিলে এখন দিনরাত এক করে দেবী দুর্গার মূর্তি সাজানোর কাজ করে চলেছেন। প্রায় ৫০ বছর ধরে তাঁদের হাতের জাদুতে তৈরি হওয়া শোলার অলঙ্কার রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যায়। তাঁদের হাতের কাজে মুগ্ধ হয়ে পুজো উদ্যোক্তারা বারবার ফিরে আসেন তাদের কাছে। কাজ করে মনে আনন্দ পান, তাই লভ্যাংশ না দেখেই পুজো আসতেই কাজে মেতে উঠেছেন তাঁরা। নাওয়া খাওয়া ভুলে তৈরি করছেন দেবীর গয়না।
advertisement
প্রতিমার মুকুট, গহনা, পোশাক থেকে ফুলঘর, কানের কলকা, আঁচল, হাতের বালা, পায়ের নুপুর চাঁদমালা-সহ অন্যান্য জিনিসপত্র অর্ডার নিয়ে তৈরি করার কাজ শুরু হয়েছে। আর তা দিয়ে সেজে উঠবে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর গয়না। মূলত সারা বছর তেমনভাবে কাজ করতে না পারলেও পুজোর কয়েকটা দিন প্রতিমার শোলার বিভিন্ন অলঙ্কার তৈরিতে ব্যস্ত থাকেন তাঁরা। প্রতিমার সাজের দাম পড়ে ৫০ থেকে ১৫০০ টাকা। সেই সঙ্গে ফুলঘর, চাঁদমালা, মালা সাইজ অনুপাতে দাম রয়েছে।
advertisement
শোলা শিল্পীদের পক্ষ থেকে বলা হয়েছে, শোলা চাষের জন্য যে ধরনের জলাভূমির প্রয়োজন সেই ধরনের জলাভূমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই কারণে ভিন জেলা থেকে শোলা নিয়ে আসতে হচ্ছে অতিরিক্ত মূল্য দিয়ে। অতিরিক্ত মূল্য দিয়ে শোলা কেনার ফলে খরচের পরিমাণও বেড়ে গেছে দিগুনের থেকেও বেশি। পাশাপাশি শোলা শিল্পীদের দাবি, সরকারের পক্ষ থেকে শিল্পী ভাতা কিংবা কোন‌ও অর্থনৈতিক সাহায্য করলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: শোলা শিল্পে সঙ্কট, তবু পুজোর আগে দম ফেলার সময় নেই শিল্পীদের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement