বিষয়টি নজরে আসতেই গোটা এলাকার জুড়ে শুরু হয় জোর তল্লাশি। কাঁটাতারের আশেপাশের এলাকায় তল্লাশি চালালেও সেখানে কাউকে দেখা যায়নি। এরপর জয়ন্তীপুর সীমান্ত এলাকায় লাগানো গোপন ক্যামেরা পরীক্ষা করা হয়। ক্যামেরা দেখে অবশেষে চিহ্নিত করা যায় দুই ব্যক্তিকে।
আরও পড়ুন ঃ পুকুরে মাছ ধরার জাল ফেলেছিল জেলে, জাল গোটাতেই ‘থ’ সকলেই
advertisement
ক্যামেরায় দেখা যায়, কাঁটাতারের সামনে থেকে ৩৬ ঘড়িয়া গ্রামের দিকে দুই জন যাতায়াত করছে। এরপরই সীমান্ত এলাকার ওই গ্রামে গিয়ে বছর ৩৯ গিয়াসউদ্দিন মণ্ডল, ৩৭ বছরের মোহাম্মদ নাজির হোসেন মোল্লাকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে।
মহম্মদ নাজির হোসেন মোল্লার নির্দেশে গিয়াসউদ্দিন কৃষকের ছদ্মবেশে ওই এলাকায় বিএসএফ জওয়ানদের গতিবিধির উপর নজরদারি চালায়। এমনকি, জওয়ানদের বিভ্রান্ত করার জন্য, সে কাঁটাতারের কাছে গিয়ে ঘাস কাটার ভান করেছিল। সেই সময় মোহাম্মদ নাজির হোসেন মোল্লা একটি প্লাস্টিকের ব্যাগে কার্তুজ নিয়ে সীমান্ত পার হওয়া চেষ্টা করে।
আরও পড়ুন ঃ চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণের অন্যতম কারিগর কৃতী নীলাদ্রি, গর্বিত মছলন্দপুর
প্লাস্টিকের ব্যাগে থাকা কার্তুজের থলি কাঁটাতারে আটকে ফেটে যায়। দুপাশে ছড়িয়ে পড়ে ওই কার্তুজ। ঠিক তখনই সীমান্তের জাওয়ানরা আসছে দেখে ভয় পেয়ে দুজনেই নিজেদের গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর কার্তুজ সহ দুই পাচারকারীকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Rudra Narayan Roy