TRENDING:

North 24 Parganas News: কাঁটাতারের পাশেই মিলল কার্তুজ, সীমান্তের গ্রামে তল্লাশিতে আটক দুই পাচারকারী

Last Updated:

কাঁটাতারের পাশেই মিলল কার্তুজ। সীমান্তের গ্রামে তল্লাশি চালিয়ে আটক করা হল দুই পাচারকারীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বনগাঁর জয়ন্তীপুরে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে কার্তুজ পাচারের অভিযোগে দুই চোরাকারবারী সহ ৪১ টি কার্তুজ আটক করেছে বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, বনগাঁর জয়ন্তীপুরের পাঁচ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময়, বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে নিয়ে আসা ৪১ টি কার্তুজ (কেএফ ৭.৬৫ মিমি) কাঁটাতারের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন।
advertisement

বিষয়টি নজরে আসতেই গোটা এলাকার জুড়ে শুরু হয় জোর তল্লাশি। কাঁটাতারের আশেপাশের এলাকায় তল্লাশি চালালেও সেখানে কাউকে দেখা যায়নি। এরপর জয়ন্তীপুর সীমান্ত এলাকায় লাগানো গোপন ক্যামেরা পরীক্ষা করা হয়। ক্যামেরা দেখে অবশেষে চিহ্নিত করা যায় দুই ব্যক্তিকে।

আরও পড়ুন ঃ পুকুরে মাছ ধরার জাল ফেলেছিল জেলে, জাল গোটাতেই ‘থ’ সকলেই

advertisement

ক্যামেরায় দেখা যায়, কাঁটাতারের সামনে থেকে ৩৬ ঘড়িয়া গ্রামের দিকে দুই জন যাতায়াত করছে। এরপরই সীমান্ত এলাকার ওই গ্রামে গিয়ে বছর ৩৯ গিয়াসউদ্দিন মণ্ডল, ৩৭ বছরের মোহাম্মদ নাজির হোসেন মোল্লাকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে।

View More

মহম্মদ নাজির হোসেন মোল্লার নির্দেশে গিয়াসউদ্দিন কৃষকের ছদ্মবেশে ওই এলাকায় বিএসএফ জওয়ানদের গতিবিধির উপর নজরদারি চালায়। এমনকি, জওয়ানদের বিভ্রান্ত করার জন্য, সে কাঁটাতারের কাছে গিয়ে ঘাস কাটার ভান করেছিল। সেই সময় মোহাম্মদ নাজির হোসেন মোল্লা একটি প্লাস্টিকের ব্যাগে কার্তুজ নিয়ে সীমান্ত পার হওয়া চেষ্টা করে।

advertisement

আরও পড়ুন ঃ চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণের অন্যতম কারিগর কৃতী নীলাদ্রি, গর্বিত মছলন্দপুর

প্লাস্টিকের ব্যাগে থাকা কার্তুজের থলি কাঁটাতারে আটকে ফেটে যায়। দুপাশে ছড়িয়ে পড়ে ওই কার্তুজ। ঠিক তখনই সীমান্তের জাওয়ানরা আসছে দেখে ভয় পেয়ে দুজনেই নিজেদের গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর কার্তুজ সহ দুই পাচারকারীকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কাঁটাতারের পাশেই মিলল কার্তুজ, সীমান্তের গ্রামে তল্লাশিতে আটক দুই পাচারকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল