North 24 Parganas News: পুকুরে মাছ ধরার জাল ফেলেছিল জেলে, জাল গোটাতেই ‘থ’ সকলেই
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: নির্বাচনের এক সপ্তাহ পর পুকুরে মৎস্যজীবীর পাতা জালের সঙ্গে উঠে এলো ব্যালট পেপার
বসিরহাট: মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিলেন সুবহান গাজী৷ জাল গুটিয়ে তুলতেই চোখ তো থ৷ নির্বাচনের এক সপ্তাহ পর পুকুরে মৎস্যজীবীর পাতা জালের সঙ্গে উঠে এল প্রচুর ব্যালট পেপার। পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ পর পুকুর থেকে উদ্ধার ব্যালট ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য৷
বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর গ্রামের একটি পুকুর থেকে মাছ ধরার সময় উদ্ধার হল ব্যালট পেপার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই বাসিন্দা সুবহান গাজী পুকুরে জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। কিন্তু জাল টানতেই জালের মধ্যে আটকে থাকা প্রচুর ব্যালট পেপার বেরিয়ে আসে।
advertisement
যা দেখে বিস্মিত হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের খবর দেন। তাঁরাই এসে বাকি ব্যালট গুলি উদ্ধার করেন।
advertisement
আরও পড়ুন – Viral Video: বাহ বেশ দারুণ তো, শপিং মলে ছেলে-বউয়ের সঙ্গে জমিয়ে বাজার মেসির, ভাইরাল ভিডিও
ভোট মিটে যাওয়ার ১ সপ্তাহ পর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার পুকুর থেকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।

advertisement
ভোটের দিন ঐ এলাকা থেকে শাসক ও বিরোধী দল উভয়ই একাধিক সন্ত্রাসের অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলেছিল। এবার সেই জায়গা থেকেই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার উদ্ধার হল পুকুর থেকে। যদিও ভিডিও কিংবা ছবির সত্যতা যাচাই করেনি লোকাল 18 বাংলা।
JULFIKAR MOLLA
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 8:05 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুকুরে মাছ ধরার জাল ফেলেছিল জেলে, জাল গোটাতেই ‘থ’ সকলেই