আরও পড়ুন: লকডাউন উঠে গেলেও সব ট্রেন দাঁড়াচ্ছে না! ভয়ঙ্কর বিপদে চা বাগানের মানুষ
বুধবার উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী নাবাদকাটি এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে থেকে গুলিভরা পিস্তল উদ্ধার করে বিএসএফ-এর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। পুলিশ সূত্রে খবর, বিএসএফের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এদিন স্বরূপনগরের আমুদিয়ার নবাদকাটি এলাকায় হানা দেয়। সেখানে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থাকা খড়ের গাদার মধ্যে থেকে দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
advertisement
পরিত্যক্ত এই জায়গায় কীভাবে অস্ত্র এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ম অনুযায়ী বিএসএফ পরে পুলিশের হাতে হস্তান্তর করে। কিন্তু তদন্ত করতে গিয়ে কিছুটা ধন্দ্বের মধ্যে পড়েন পুলিশ কর্তারা। এই ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচারচক্রের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জুলফিকার মোল্লা