আরও পড়ুন: হাওড়ায় ‘আক্রান্তদের’ সঙ্গে কথা বলল বিজেপির মহিলা প্রতিনিধি দল
সুন্দরবনের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে ম্যানগ্রোভ অত্যন্ত জরুরি। আর সেই ম্যানগ্রোভের চারা রোপণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ। বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিক বীরেন্দ্র কুমার যাদবের নেতৃত্বে সুন্দরবনের সীমান্ত এলাকায় ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি পালন করা হয়। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের স্কুল, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার ও পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন চারা রোপণ করে সাধারণ মানুষকে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করেন বিএসএফ জওয়ানরা।
advertisement
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক পবন কুমার, সহকারী কমান্ড্যান্ট ও পরিদর্শক অভিষেক কুমার সিং সহ স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, ওয়ার্ড সদস্যরা। এদিন সুন্দরবনের একাধিক নদীর পাড়ে প্রায় ৮০০ টি ম্যানগ্রোভের চারা রোপণ ও বিতরণ করা হয়।
জুলফিকার মোল্লা