Howrah News: হাওড়ায় 'আক্রান্তদের' সঙ্গে কথা বলল বিজেপির মহিলা প্রতিনিধি দল
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর থেকেই তাদের মহিলা প্রার্থী ও কর্মী সমর্থকদের টার্গেট করছে তৃণমূলের লোকজন, এই অভিযোগের সরব বিজেপি। এবার তাদের মহিলা প্রতিনিধি দল হাওড়ায় গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন
হাওড়া: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলার হিংসার ঘটনা ক্ষতিয়ে দেখতে আগেই একটি প্রতিনিধির দল পাঠিয়েছিল কেন্দ্রীয় বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। এবার ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপির মহিলা প্রার্থী ও কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ খতিয়ে দেখতে আরও একটি পাঁচ সদস্যের দল এসেছে বাংলায়। তাৎপর্যপূর্ণভাবে এই প্রতিনিধি দলের পাঁচ সদস্যই মহিলা। বুধবার তাঁরা হাওড়ার আমড়াগোড়ি এলাকায় গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।
পঞ্চায়েত নির্বাচনের কদিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব পরপর দুটি প্রতিনিধি দল বাংলায় পাঠানোয় তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তারই মধ্যে পাঁচ সদস্যের মহিলা প্রতিনিধি দলটি বুধবার হাওড়ার জয়পুরের আমড়াগোড়ি দক্ষিণ কাঁকরোল এলাকা পরিদর্শনে যান। আমড়াগোড়ি পঞ্চায়েতের দক্ষিণ কাঁকরোল গ্রামে ভোট পরবর্তী হিংসায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক আক্রান্ত হন বলে অভিযোগ। অনেকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর ‘আক্রান্ত’ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রের নেতৃত্বে এই ৫ সদস্যের প্রতিনিধি দল সেখানে যায়।
advertisement
advertisement
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর থেকেই বেছে বেছে তাদের মহিলা প্রার্থীদের বহু এলাকায় টার্গেট করছে শাসকদলের লোকজন। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করা হচ্ছে। জানা গিয়েছে, এই প্রতিনিধি দল ফিরে গিয়ে জে পি নাড্ডাকে রিপোর্ট দেবে।
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2023 9:18 PM IST







