আরও পড়ুন: ছেলের সঙ্গে প্রাক্তন স্ত্রীর ছবি পোস্টের পরদিনই রহস্যমৃত্যু ‘নন-বাইনারি’ সঙ্গীতশিল্পীর
আরও পড়ুন: ভয়ানক দুর্ঘটনায় পা প্যারালাইজড! ৩০০০ কোটির মালিক ‘রোজা’র অরবিন্দ কেন হারিয়ে গেলেন অকালে
গতকালও এই জায়গাতেই দু’টি তাজা বোমা উদ্ধার হয়ে।ছিল সেক্ষেত্রে বোম স্কোয়াড টিম এসে বোমা উদ্ধার করেছিল। কিন্তু আজ একেবারে সম্পূর্ণ উল্টো চিত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধারণ এক যুবককে দিয়ে খালি হাতে সেই বোমা উদ্ধার করাল। পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরেও এই এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। এলাকার মানুষের দাবি বাইরে থেকে বহিরাগতরা এই বোমা রেখে গিয়েছিল। তাঁদের আরও দাবি, ভোটের সময় ভোট লুঠ করার জন্যই এই সমস্ত বোমা মজুত রাখা হয়েছিল।
advertisement
ভোটের দিন এই এলাকায় একাধিক ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। এমনকি এলাকার মানুষজন ব্যালট বক্স নর্দমায় ফেলে দিয়েছিলেন। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার পুনরায় ভোট করিয়েছিল। সেদিনও একই চিত্র ধরা পড়েছিল। আর ঠিক সেখান থেকেই একাধিক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে দেখে আতঙ্কিত এলাকার মানুষজন।
অনুপ চক্রবর্তী