Japanese Singer Ryuchell Death: ছেলের সঙ্গে প্রাক্তন স্ত্রীর ছবি পোস্টের পরদিনই রহস্যমৃত্যু ‘নন-বাইনারি’ সঙ্গীতশিল্পীর

Last Updated:

Japanese Singer Ryuchell Death: গত অগাস্ট মাসে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কারণ রিউচেল আবিষ্কার করেন, তিনি আর নিজেকে পুরুষ বলে চিহ্নিত করতে চান না।

প্রয়াত জাপানি সঙ্গীতশিল্পী রিউজি হিগা
প্রয়াত জাপানি সঙ্গীতশিল্পী রিউজি হিগা
শিবুয়া, টোকিও: প্রয়াত জাপানি সঙ্গীতশিল্পী রিউজি হিগা। রিউচেল নামে বেশি জনপ্রিয় ২৭ বছরের তারকা। বুধবার টোকিওতে তাঁর ম্যানেজারের অফিসে সঙ্গীতশিল্পীর দেহ উদ্ধার হয়। ম্যানেজার যখন তাঁকে খুঁজে পান, তখনও তিনি জীবিত। খানিকক্ষণের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রিউচেল। পুলিশ ইতিমধ্যে মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। অনেকগুলি কারণের মধ্যে আত্মহত্যার সম্ভাবনার কথাও ভাবছে পুলিশ।
গান গাওয়ার পাশাপাশি LQBTQIA+ অধিকারের দাবি নিয়ে সরব ছিলেন রিউচেল। লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভেঙে ফ্যাশনের পথ প্রশস্ত করেছেন রিউচেল। ১৯৯৫ সালে ওকিনাওয়া প্রিফেকচারে জন্ম রিউচেলের। তারপর হাইস্কুল শেষ করে টোকিওতে চলে আসেন পরিবারের সঙ্গে। একাধিক কাপড়ের সংস্থায় কাজ করতেন রিউচেল। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও করে ছাড়তেন। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে খ্যাতি অর্জন করতে শুরু করেন।
advertisement
advertisement
সঙ্গীতশিল্পীর রহস্যমৃত্যুর ঘটনার ঠিক আগের দিন তাঁর প্রাক্তন স্ত্রী টেটসুকো ওকুহিরা তাঁদের ছেলেকে নিয়ে একটি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ছেলে তার ৫ বছরের জন্মদিন পালন করছে। ১৮ বছর বয়সে যুগলের আলাপ। ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। দু’বছর বাদে তাঁদের বিয়ে হয়। গত অগাস্ট মাসে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। কারণ রিউচেল আবিষ্কার করেন, তিনি আর নিজেকে পুরুষ বলে চিহ্নিত করতে চান না।
advertisement
এই ঘোষণার পরে যদিও সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দা শুরু হয়। তারপর প্রাক্তন দম্পতি যৌথভাবে বিবৃতি দিয়ে জানান, তাঁরা ‘নতুন ধরনের পরিবার’ শুরু করতে চাইছেন, যাক ফলে তাঁদের সন্তান সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে বড় হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Japanese Singer Ryuchell Death: ছেলের সঙ্গে প্রাক্তন স্ত্রীর ছবি পোস্টের পরদিনই রহস্যমৃত্যু ‘নন-বাইনারি’ সঙ্গীতশিল্পীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement