সুন্দরবনে জাল বিন্যাসের ন্যায় ছড়িয়ে আছে অসংখ্য নদী। সেখানে পর্যাপ্ত পরিমাণে সেতুও নেই। সেজন্যই ফেরিঘাট সুন্দরবনবাসীর কাছে অত্যন্ত প্রয়োজনীয় মাধ্যম। এই ছবি সুন্দরবনের অনেক ফেরিঘাটেই। আর এই নদীপথে সাইকেল বাইক পারাপার করেন মাঝিরা।
আরও পড়ুনঃ চাষের জমিতে জল সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা! এক ব্যক্তিকে পিটিয়ে খুন
advertisement
এভাবেই নদী পথে দীর্ঘদিন বাইক পারাপার করতে করতে একেবারে দক্ষ হয়ে ওঠেছেন তাঁরা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট, উত্তর ও হাড়োয়া দুই বিধানসভা এলাকার মাঝদিয়ে প্রবাহিত হয়েছে বিদ্যাধরী নদী।
বিদ্যাধরীর গাম্ভীলতলা ফেরিঘাটে মাঝি মোল্লাদের বাইক পারাপারের এই দৃশ্য যেন যেকোন বাইক স্ট্যান্টকেও হার মানাবে। নদীপথে যাতায়াত করার পাশাপাশি মাঝিদের এমন দৃষ্টিকে উপভোগ করেন যাত্রীরা।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 7:35 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sundarban: সুন্দরবনের ফেরিঘাটে বাইক ওঠানো নামানোয় জাদু দেখাচ্ছেন মাঝিরা