বালি বোঝাই ট্রাক রাস্তার ধারে পার্কিং করা নিয়ে সমস্যার সূত্রপাত। গাড়ি রাখা নিয়ে চালক ও খালাসির সঙ্গে ঝামেলা শুরু হয় একদল যুবকের। হঠাৎই দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এই ঘটনায় আহত হয়ে এক ট্রাক চালক বসিরহাট হাসপাতালে ভর্তি হন। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই উত্তেজনা তুঙ্গে ওঠে। বাকি ট্রাক চালক ও খালাসিরা রাস্তা অবরোধ করেন। তাঁরা টাকি রোডের উপর সারি সারি ট্রাক দাঁড় করিয়ে গাছের গুঁড়ি ফেলে দেন! এই নিয়ে পাল্টা প্রতিবাদ জানায় এলাকার মানুষ।
advertisement
আরও পড়ুন: পুনেতে মাংসের দোকানে কাজ করত ছেলে, হঠাৎ আসা ফোনে মাথায় ভেঙে পড়ল আকাশ
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে পুলিশ। অবরোধ তোলার জন্য তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এইভাবে রাস্তা অবরোধের ঘটনায় যুক্ত গাড়ির চালক ও খালাসিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান এলাকার মানুষ। অবরোধের ফলে যান চলাচল থমকে যায়। শেষ পর্যন্ত অবরোধকারীদের সঙ্গে কথা বলে বসিরহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।