Murshidabad News: পুনেতে মাংসের দোকানে কাজ করত ছেলে, হঠাৎ আসা ফোনে মাথায় ভেঙে পড়ল আকাশ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
দু'পয়সা রোজগারের আশায় পুনের মাংসের দোকানে শ্রমিকের কাজে গিয়েছিল মুর্শিদাবাদের ভরতপুরের বাবুসোনা শেখ। কিন্তু সেখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এই যুবকের
মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার পুনেতে অস্বাভাবিক মৃত্যু হল ভরতপুরের এক শ্রমিকের। মৃত যুবকের নাম বাবুসোনা শেখ।
পুনেতে মাংসের দোকানে কাজ করত বাবুসোনা। তার বাড়ি ভরতপুরের সিজগ্রামে। সেখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। তাঁর মৃত্যুর খবর গ্রামে আসতেই শোকে ভেঙে পড়ে পরিবার। জানা গিয়েছে মৃত বাবুসোনা শেখের বয়স হয়েছিল ২৮ বছর।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে মাংসের দোকানে কাজ নিয়ে পুনে গিয়েছিলেন বাবুসোনা শেখ। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যুর খবর সিজগ্রামের বাড়িতে এসে পৌঁছয়। এই পরিস্থিতিতে ওই যুবকের দেহ গ্রামে ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার।
advertisement
advertisement
মৃতের স্ত্রী সালিমা বিবি জানান, "সকালে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। ব্যাস্ত থাকায় বেশি কথা হয়নি। কিন্তু পরে সহকর্মীরা ফোন করে দুর্ঘটনার কথা জানায়। আগামী দিনে কীভাবে আমরা সংসার চালাব তা বুঝে উঠতে পারছি না।"
advertisement
মুর্শিদাবাদ জেলায় সেভাবে কলকারখানা বা শিল্প গড়ে ওঠেনি। আর তাই রোজগারের আশায় এই জেলার বহু মানুষকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হয়। তাতে নানান সময় বিভিন্ন দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। ভরতপুরের বাবুসোনা শেখের পরিণতিও তেমনই হল।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 12:56 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুনেতে মাংসের দোকানে কাজ করত ছেলে, হঠাৎ আসা ফোনে মাথায় ভেঙে পড়ল আকাশ