বীরভূম: অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ আগেই তুলেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার তাঁর দাবি 'ভারতরত্ন' অমর্ত্য সেন নাকি নোবেল পুরস্কারই পাননি! বিশ্বভারতীর উপাচার্যর এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে বাংলায়।
বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ট ছিলেন। তিনি বিশ্বভারতীর আশ্রমিকও ছিলেন। ক্ষিতিমোহন সেনের শান্তিনিকেতনের বাড়ির মালিকানা বর্তমানে অমর্ত্য সেনের হাতে। বাংলায় এলে ওই বাড়িতেই থাকেন তিনি। কিন্তু গত বছর প্রথম উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে বিশ্বভারতী প্রথম দাবি করে ওই বাড়ির মালিকানা আসলে বিশ্ববিদ্যালয়ের! ১৩ ডেসিমেল জমি অনৈতিকভাবে দখল করে আছেন অমর্ত্য! সেই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি থিতিয়ে যায়। কিন্তু সম্প্রতি ফের এই ইস্যুতে উপাচার্যর নির্দেশে অমর্ত্য সেনকে জমি ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি লিখেছে বিশ্বভারতী।
এরই মধ্যে অমর্ত্য সেনের নোবেল পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জমি জট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "উনি (অমর্ত্য সেন) নোবেল পুরস্কার পাননি। উনি নিজেকে নোবেল পুরস্কারপ্রাপ্ত বলে দাবি করেন।" নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বিশ্বভারতীর উপাচার্য বলেন, "নোবেল পুরস্কারের যে ডিড তৈরি হয়েছিল তাতে বলা ছিল পাঁচজনকে নোবেল পুরস্কার দেওয়া হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার এবং পিস (শান্তি)। কিন্তু এরপর সুইডেনের যে কেন্দ্রীয় ব্যাঙ্ক আছে তারা এগিয়ে আসে এবং জানায় অর্থনীতিতেও পুরস্কার দেওয়া হবে, যার টাকা তারা দেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল পুরস্কার তা আপনারা দেখেছেন এবং সেখানে আলফ্রেড নোবেলের ছবি দেওয়া আছে। কিন্তু অর্থনীতিতে যারা নোবেল পান তাদের ক্ষেত্রে লেখা রয়েছে 'ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল'।"
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল, হঠাৎই যুবকের দিকে ধেয়ে এল গুলি!
এমন কথা বলার পাশাপাশি বিদ্যুৎ চক্রবর্তী জানিয়েছেন আমি অমর্ত্য সেনকে শ্রদ্ধা করি, কারণ তিনি বিখ্যাত লোক। কিন্তু তথ্যের দিক দিয়ে তিনি যদি নোবেল প্রাপক হিসেবে দাবি করেন তাহলে ভুল করবেন।
ঘটনা হল, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নোবেল পুরস্কারের ইতিহাস নিয়ে যে তথ্য তুলে ধরেছেন তা সঠিক। কিন্তু সারা বিশ্বজুড়ে অর্থনীতির পুরস্কারকেও মূল নোবেল পুরস্কার হিসেবেই গণ্য করা হয়। এক্ষেত্রেও নোবেল প্রাপকের নাম একইসঙ্গে ঘোষণা করা হয়। তাই অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাননি, এই দাবি কতটা ধোপে টিকবে তা নিয়ে সংশয় আছে। এদিকে শনিবার সকালে বিশ্বভারতীর উপাচার্যের সুরে তাল মিলিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও দাবি করেন, "অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাননি। তার সমতুল কিছু একটা পেয়েছেন। কিন্তু এই কথা প্রকাশ্যে বলার মত সাহস কারোর নেই।"
যদিও এর পাল্টা হিসাবে শুক্রবার অমর্ত্য সেন বলেন, "উনি (বিদ্যুৎ চক্রবর্তী) যা বলছেন বলুন। উনি যত ইচ্ছে দাবি করে যেতে পারেন। আমার কিছু বলার নেই।"
মাধব দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amartya Sen, Birbhum news