Murshidabad Shoot Out: বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল, হঠাৎই যুবকের দিকে ধেয়ে এল গুলি!

Last Updated:

শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় হঠাৎই গুলিবিদ্ধ হলেন ডোমকলের এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাঁর চিকিৎসা চলছে

+
title=

মুর্শিদাবাদ: ফের ভর সন্ধেয় গুলি চলল মুর্শিদাবাদে। আর তাতে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে ডোমকলের রমনা শেখপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রুবেল শেখ। তার বয়স ২২ বছর।
গুলিবিদ্ধ রুবেল পেশায় রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রুবেলা তিন বন্ধু মিলে ডোমকলের রমনা শেখপাড়া এলাকায় রাস্তার ধারে একটি কালভার্টের উপরে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়, একটি স্কুটিতে করে দুই দুষ্কৃতী এসে রুবেলকে লক্ষ্য করে গুলি করে বলে জানা গিয়েছে। ওই দুষ্কৃতীরা বন্দুক থেকে গুলি ছুড়েই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে আহতদের বন্ধুরা জানিয়েছেন।
advertisement
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। তারা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়। কী কারণে রুবেল শেখকে গুলি করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
advertisement
advertisement
উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদে অশান্তি বাড়ছে। গত মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন আলতাফ হোসেন নামে ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধান। গুলির শব্দে স্থানীয় মানুষজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আহত আলতাফকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করাও হয়েছিল। কিন্তু বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মুর্শিদাবাদে চলল গুলি। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Shoot Out: বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল, হঠাৎই যুবকের দিকে ধেয়ে এল গুলি!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement