রাজ্যের সর্বত্র বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমন কি ভয় দেখানো হচ্ছে, এই অভিযোগে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কু দেবপণ্ডা, মহিলা নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে প্রার্থীদের সঙ্গে করে নিয়ে বসিরহাট মহকুমা শাসকের দফতরে মনোনয়ন দেওয়ার জন্য ঢোকেন।
advertisement
মহাকুমা শাসকের দফতর থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার জানান, যতক্ষণ পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণভাবে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাঁরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে বসে থাকবেন। এমনটাই হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার সন্দেশখালি, মিনাখা, হাড়োয়া সহ একাধিক জায়গায় বিজেপি প্রার্থীরা ঠিক মতো মনোনয়ন দিতে পারছেন না, তাঁদেরকে বাধা দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমন কি, বিডিও অফিসের সামনে গিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।বিজেপি-র প্রার্থী তালিকা বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায়ের হাতে তুলে দেন সুকান্তবাবু।
দক্ষিণ ২৪ পরগণা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় মনোনয়ন নিয়ে যে তাণ্ডব চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “পুলিশ কী নিরাপত্তা দেবে! রাজ্য চাইলে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনে আমরা দেব। এমনিতে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্যকে। আমাদের প্রার্থীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।”
জুলফিকার মোল্যা