TRENDING:

Biryani | Viral Food : দাদা-বউদির কথা তো জানেন! কিন্তু 'বাচ্চার বিরিয়ানি' খেয়েছেন? খেতে হলে জানতে হবে!

Last Updated:

Biryani | Viral Food : বাচ্চার বিরিয়ানি খেলে একবার, ভুলতে পারবেন না! দারুণ সস্তা! পাওয়া যাচ্ছে কোথায়? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা:  দাদা-বউদি-র বিরিয়ানি তো শুনেছেন! কিন্তু বাচ্চার বিরিয়ানি! নাম শুনে অবাক হবেন না। নাম যাই হোক না কেন স্বাদে কিন্তু সকলের মন জয় করে নিচ্ছে এই বিরিয়ানি। প্রতিদিন দোকানের সামনে লম্বা লাইন। ক্রেতাদের ভিড় দেখে সহজেই অনুমান করা যায় কতখানি জনপ্রিয়। বাচ্চার বিরিয়ানির নাম এখন সকলের মুখে মুখে ঘুরছে। বাচ্চার বিরিয়ানি নাম শুনে যদি বিন্দু মাত্র অবহেলা করেন, তবে বড় ভুল করবেন। কারণ এই বাচ্চার বিরিয়ানির স্বাদই এখন গোটা হাবড়া কাঁপাচ্ছে।
advertisement

তবে, দোকান মালিকের আসল নাম বিজু। প্রথমে চালুর সময় দোকানের আলাদা নাম থাকলেও, বর্তমানে প্রচার পেয়েছে বাচ্চার বিরিয়ানি নামেই। ভাবছেন কেন এমন অদ্ভুত নাম? আসলে দোকান মালিকের বয়স নিতান্তই কম। আর সেই কারণেই এমন অদ্ভুত নামে জনপ্রিয়তা মিলেছে।

অল্প বয়সে পরিবারের পাশে থাকতে ব্যবসায় নামা। এরপরই, বিরিয়ানির দোকান খোলার চিন্তা মাথায় আসে বিজুর। অল্প বয়সে বিরিয়ানির দোকান চালানো বিজুর কাছে কোন এক কন্টেন্ট ক্রিয়েটর আসেন ভিডিও করতে। তিনিই নাম দিয়েছিলেন বাচ্চার বিরিয়ানি। সেই থেকেই দোকানের নাম প্রচারিত সকলের কাছে বাচ্চার বিরিয়ানি বলেই পরিচিত।

advertisement

আরও পড়ুন:  নতুন পুষ্পা! ফলের ঝুড়ির আড়ালে এসব কী! সিনেমার ঘটনা সত্যি

View More

হাবরা স্টেশনের এই দোকানই এখন সোশ্যাল মিডিয়া এবং বনগাঁ-শিয়ালদহ শাখার যাত্রীদের দৌলতে সকলের চেনা হয়ে উঠেছে। দোকান সামলাতে এখন রীতিমতো ৫- ৬ জন কর্মীও রাখতে হয়েছে বাচ্চাকে। দোকান খুলতেই পড়ে যায় লাইন। এখন দিনে ৭-৮ হাড়ি বিরিয়ানি অনায়াসেই বিক্রি হয়ে যায় মুহূর্তেই।বাচ্চার এই বিরিয়ানির আরও একটি বিশেষত্ব হল কলা পাতায় পরিবেশন করা হয় বিরিয়ানি। তাই প্রতিদিন প্রচুর মানুষের ভিড় জমে এই দোকানে। স্কুল-কলেজের ছাত্র ছাত্রী থেকে নিত্যযাত্রী এমনকি দূরদূরান্ত থেকে ভোজন রসিক মানুষজন বাচ্চার বিরিয়ানির টেস্ট নিতে হাবড়ায় আসছেন।

advertisement

আরও পড়ুন:

স্টেশনে দোকান হওয়ায় জায়গার সংকুলান থাকায় সামান্য সুবিধার সম্মুখীন হতে হলেও, বিরিয়ানি টেস্ট সেই সকল সমস্যা একপ্রকার মুছে দিচ্ছে। খাচ্ছেন এবং পার্সেল করেও নিয়েও যাচ্ছেন অনেকে। দামেও অনেকটাই কম এই বিরিয়ানি তৈরির ক্ষেত্রে বিন্দুমাত্র নড়চড় করেন না দোকান মালিক বিজু। সকলকে সুষ্ঠুভাবে বিরিয়ানি দিয়ে চলেছেন বাচ্চা নিজেই। মুখে হাসি নিয়েই শীত গ্রীষ্ম বর্ষা ভোজন রসিকদের বিরিয়ানি খাওয়াচ্ছে অল্প বয়সের বিক্রেতা বাচ্চা। ক্রেতারা জানাচ্ছেন, অন্যান্য দোকানগুলিতে বিরিয়ানির যে দাম, তার তুলনায় বাচ্চার বিরিয়ানি অনেকাংশেই সুস্বাদু। তাই দিন দিন ভিড় বাড়ছে বাচ্চার বিরিয়ানির দোকানে। তবে বাচ্চার বিরিয়ানি চেখে দেখতে গেলে আপনাকে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কারণ রাত আটটা, সাড়ে আটটার মধ্যেই শেষ হয়ে যায় সব হাড়ি। বাচ্চার এই স্পেশাল বিরিয়ানি এখন টক্কর দিচ্ছে হাবরার বড় বড় রেস্তোরাঁ গুলিকেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Biryani | Viral Food : দাদা-বউদির কথা তো জানেন! কিন্তু 'বাচ্চার বিরিয়ানি' খেয়েছেন? খেতে হলে জানতে হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল