Jalpaiguri News: নতুন পুষ্পা! ফলের ঝুড়ির আড়ালে এসব কী! সিনেমার ঘটনা সত্যি
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: যা ঘটল জানলে অবাক হবেন! সিনেমা হয়ে গেল চোখের সামনে
জলপাইগুড়ি: ফলের ঝুড়িতে কাঠ পাচারের কৌশল ভেস্তে দিল বন দফতরের ডায়না ও চালসা রেঞ্জ। যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই লক্ষাধিক টাকা শাল কাঠ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খয়েরবাড়ির হাজিপাড়ায়। সেখানকার পরিত্যক্ত একটি ফিল্মসিটির পেছনে শুনশান স্থানে গাড়িতে জঙ্গল থেকে কেটে আনা কাঠ পাচারের জন্য লোডিং চলছিল।
গোপন সূত্রে খবর পেয়ে, বন দফতর অভিযান চালায়। কাঠগুলির ওপরে ফলের ঝুড়ি রেখে বন কর্মীদের চোখে ধুলো দেওয়ার পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বন কর্মীদের আসতে দেখেই তাঁরা চম্পট দেয়। চালসা রেঞ্জ গাড়িটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
advertisement
চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, এই কাজ যারা করছেন তাঁদের চিহ্নিত করে কাউকে ছাড়া হবে না। অবৈধ কাঠ পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।যদি বনাঞ্চল না থাকে তাহলে মানুষেরও বেঁচে থাকতে অসুবিধার সম্মুখীন হবে তাই চোরা কাঠ পাচার গ্রেফতার করবে বনদফতর।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 10:13 PM IST