TRENDING:

Bidhannagar School Agitation: বিধাননগরে স্কুলের বাইরে তুমুল শোরগোল, কিছুক্ষণের মধ্যেই ফাঁস হল রহস্য!

Last Updated:

এবার তাকে সরিয়ে সেই জায়গায় আনা হচ্ছে বানিব্রত ব্যানার্জী-কে ৷ (Bidhannagar School Agitation)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: সোমবার সকাল থেকেই স্কুলের পরিচালন কমিটির সম্পাদকের পরিবর্তন ঘিরে বিক্ষোভ সল্টলেকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভের আঁচ বেশ কিছুটা ছড়িয়ে পড়ে ৷ এদিন বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন পড়ুয়াদের অভিভাবকরা। অভিযোগ, স্কুলের পরিচালন কমিটির সম্পাদক ছিলেন তুলসী সিনহা রায়। এবার তাকে সরিয়ে সেই জায়গায় আনা হচ্ছে বানিব্রত ব্যানার্জী-কে ৷
advertisement

এমনটাই নাকি মেল মারফত অভিভাবকদের জানানো হয়। এরপরই আজ সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। শুধু তাই নয়, স্কুলের দেওয়ালে 'দুর্নীতিগ্রস্ত বানিব্রত ব্যানার্জি' কে সরানোর স্লোগান দিয়ে পোস্টার দেওয়া হয়। তাদের দাবি, অবিলম্বে বানিব্রত ব্যানার্জির পরিবর্তে তুলসী সিনহা রায়কে তারা পরিচালন কমিটিতে দেখতে চান।

আরও পড়ুন: প্রসূতি এলেই এ কী হয় কালনা হাসপাতালে! মারাত্মক অভিযোগে তোলপাড় গোটা এলাকা

advertisement

তাঁদের দাবি, 'আমাদের সন্তানদের পড়াশোনা বাবদ দেওয়া ফি-তেই স্কুল চলে ৷ আমাদের সন্তানরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং এখানকার টিচাররা যাতে কোনো টেনশন ছাড়াই ছাত্রদের শিক্ষা দিতে পারে অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে।' জানালেন ক্ষুব্ধ অভিভাবকরা।

View More

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে ছিল লরি, হঠাৎ এ কী হল! আসানসোলে মুহূর্তে ছড়াল আতঙ্ক

advertisement

বিগত দিনগুলোতে স্কুলের অবস্থা কতটা ভালো ছিল সে প্রসঙ্গ তুলে ধরে এদিন ক্ষোভ প্রকাশ করলেন অভিবাবকরা ৷ যে মেল এর মাধ্যমে পরিচালন কমিটির সম্পাদক এর পরিবর্তন ঘোষণা করা হয়েছে, সেই মেলটিও বৈধ নয় বলে অভিযোগ তুললেন অভিভাবকরা ৷ এই স্কুলের পড়ুয়ার এক অভিভাবিকা জানালেন, আমরা পড়াশোনা জানি৷ তাই কোন মেল কিভাবে আসে, সেই মেলের সত্যতা কতটা তা বুঝতে পারি৷ তাই আমাদের দাবি, পরিচালন কমিটির সম্পাদকের পরিবর্তন কোনভাবেই মানছি না ৷ স্কুলের পরিচালন কমিটির সম্পাদক এর পরিবর্তন ঘিরে অভিভাবকদের বিক্ষোভের জেরে শোরগোল পড়ে যায় বিধাননগর স্কুলের আসপাশের এলাকা জুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bidhannagar School Agitation: বিধাননগরে স্কুলের বাইরে তুমুল শোরগোল, কিছুক্ষণের মধ্যেই ফাঁস হল রহস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল