এমনটাই নাকি মেল মারফত অভিভাবকদের জানানো হয়। এরপরই আজ সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। শুধু তাই নয়, স্কুলের দেওয়ালে 'দুর্নীতিগ্রস্ত বানিব্রত ব্যানার্জি' কে সরানোর স্লোগান দিয়ে পোস্টার দেওয়া হয়। তাদের দাবি, অবিলম্বে বানিব্রত ব্যানার্জির পরিবর্তে তুলসী সিনহা রায়কে তারা পরিচালন কমিটিতে দেখতে চান।
আরও পড়ুন: প্রসূতি এলেই এ কী হয় কালনা হাসপাতালে! মারাত্মক অভিযোগে তোলপাড় গোটা এলাকা
advertisement
তাঁদের দাবি, 'আমাদের সন্তানদের পড়াশোনা বাবদ দেওয়া ফি-তেই স্কুল চলে ৷ আমাদের সন্তানরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং এখানকার টিচাররা যাতে কোনো টেনশন ছাড়াই ছাত্রদের শিক্ষা দিতে পারে অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে।' জানালেন ক্ষুব্ধ অভিভাবকরা।
আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে ছিল লরি, হঠাৎ এ কী হল! আসানসোলে মুহূর্তে ছড়াল আতঙ্ক
বিগত দিনগুলোতে স্কুলের অবস্থা কতটা ভালো ছিল সে প্রসঙ্গ তুলে ধরে এদিন ক্ষোভ প্রকাশ করলেন অভিবাবকরা ৷ যে মেল এর মাধ্যমে পরিচালন কমিটির সম্পাদক এর পরিবর্তন ঘোষণা করা হয়েছে, সেই মেলটিও বৈধ নয় বলে অভিযোগ তুললেন অভিভাবকরা ৷ এই স্কুলের পড়ুয়ার এক অভিভাবিকা জানালেন, আমরা পড়াশোনা জানি৷ তাই কোন মেল কিভাবে আসে, সেই মেলের সত্যতা কতটা তা বুঝতে পারি৷ তাই আমাদের দাবি, পরিচালন কমিটির সম্পাদকের পরিবর্তন কোনভাবেই মানছি না ৷ স্কুলের পরিচালন কমিটির সম্পাদক এর পরিবর্তন ঘিরে অভিভাবকদের বিক্ষোভের জেরে শোরগোল পড়ে যায় বিধাননগর স্কুলের আসপাশের এলাকা জুড়ে।
রুদ্র নারায়ণ রায়