ভাটপাড়া পৌরসভার পাম্পিং স্টেশনের গেটে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি, অন্যান্য বিভাগে বেতন হয়ে গেলেও, তারাই শুধু বেতন পাননি। ময়লা আবর্জনা পরিষ্কার করেই চলে তাদের রুটি-রুজি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সময় মতন বেতন না পান সেক্ষেত্রে সংসার চালানোর দায় হয়ে পরে। কর্ম বিরতির জেরে এদিন সকাল থেকেই পৌর অঞ্চল সাফাইয়ের জন্য কোন গাড়ি বের হতে দেয়নি শ্রমিকরা।
advertisement
আরও পড়ুনঃ জেলার সীমান্তবর্তী এলাকায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু! তৎপর প্রশাসন
শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। তা না হলে, তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। প্রসঙ্গত, এর আগেও ভাটপাড়া পৌরসভার সংগঠিত ও অসংগঠিত শ্রমিক কর্মচারীরা পূর্বতন বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নতুন বোর্ড গঠনের পর দীর্ঘ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের সেই সমস্যার সমাধান করা হয়েছিল।
আরও পড়ুনঃ ঘনঘন বিদ্যুৎ বিপর্যয় বারাসতে! নাকাল এলাকাবাসীরা
এভাবেই, বারংবার একই সমস্যা নিয়ে শ্রমিক অসন্তোষের মুখে পড়তে হয়েছে ভাটপাড়া পৌরসভাকে। যদিও এবার পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, সকল পৌর কর্মীর বেতন দেওয়া হয়েছে কোন কারনে সেই বেতন পৌঁছয়নি তবে ধীরে ধীরে সেই বেতন পৌছাচ্ছে।বেতন না মেলায় সমস্যায় ভাটপাড়া পুরসভার পৌর কর্মী শ্রমিকরা। কবে মিলবে বেতন এখন সেদিকেই তাকিয়ে তারা।
Rudra Narayan Roy