North 24 Parganas News: জেলার সীমান্তবর্তী এলাকায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু! তৎপর প্রশাসন

Last Updated:

আবারও জেলায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু। বনগাঁ মহকুমায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেই স্বাস্থ্য দফতর সুত্রে খবর। ফলে চিন্তা বাড়ছে প্রশাসনের অন্দরে।

জমা জলে বাড়ছে মশা
জমা জলে বাড়ছে মশা
#উত্তর ২৪ পরগনা : আবারও জেলায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু। বনগাঁ মহকুমায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেই স্বাস্থ্য দফতর সুত্রে খবর। ফলে চিন্তা বাড়ছে প্রশাসনের অন্দরে। পরিস্থিতি পর্যালোচনা করতে ইতিমধ্যে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন বনগাঁর মহকুমা শাসক। শহরের বিভিন্ন নিকাশী নালার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। যে সমস্ত জায়গায় সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গা গুলি চিহ্নিতকরণ করে পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত। গত কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে। বিশেষ করে হাবড়া, অশোকনগর এলাকায়।
বনগাঁ মহকুমাতেও আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এ পর্যন্ত ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি হিসেব অনুসারে, এই মুহূর্তে বনগাঁ মহকুমা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দু'জন। রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে জেলায়।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় কেও। বনগাঁ মহকুমায় যাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনওভাবেই উল্লেখযোগ্য হারে না বাড়ে, পাশাপাশি, গোটা বিষয়টি যাতে নিয়ন্ত্রণে থাকে, তারজন্য তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন সময় শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন মহকুমা শাসক প্রেমবিভাস কাঁসারী, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ঘনঘন বিদ্যুৎ বিপর্যয় বারাসতে! নাকাল এলাকাবাসীরা
মহকুমা শাসক জানান, বনগাঁ মহকুমা তথা বনগাঁ শহরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের ঘটনা সেরকম উদ্বেগজনক নয়। স্বাস্থ্য কর্মীরা এ ব্যাপারে সতর্ক রয়েছেন। কোনও জায়গায় যাতে অকারণে জল জমে না থাকে, তা দেখা হচ্ছে। পাশাপাশি, নিকাশী ব্যবস্থা যাতে ঠিক থাকে, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বর্ষা বৃষ্টির কারণেও বহু মানুষের এখন জ্বর সর্দি কাশি হচ্ছে। ফলে এলাকায় যাতে কোনো ভাবে আতঙ্ক তৈরি না হয় সেদিকেও নজর রেখেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদেরও সজাগ থাকতে বলা হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জেলার সীমান্তবর্তী এলাকায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু! তৎপর প্রশাসন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement