North 24 Parganas News: বেহাল অবস্থায় পড়ে পার্ক, গজিয়েছে জঙ্গল! খেলার জায়গা নেই বাচ্চাদের

Last Updated:

বাম আমলে তৈরি হওয়া বাচ্চাদের পার্ক আজ ভরেছে আগাছায়। হয়েছে জঙ্গল, ভেঙে পড়েছে পার্কে থাকা দোলনা, ঘূর্ণি, স্লিপ। ফলে আনাগোনা বন্ধ হয়েছে কচিকাঁচাদের।

+
জিরাফ

জিরাফ পার্ক

#উত্তর ২৪ পরগনা : বাম আমলে তৈরি হওয়া বাচ্চাদের পার্ক আজ ভরেছে আগাছায়। হয়েছে জঙ্গল, ভেঙে পড়েছে পার্কে থাকা দোলনা, ঘূর্ণি, স্লিপ। ফলে আনাগোনা বন্ধ হয়েছে কচিকাঁচাদের। অশোকনগর কল্যাণগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ড বরাবরী দখলে থাকতো বামেদের। সেই সময় ক্লাব ও পৌরসভার যৌথ উদ্যোগেই তৈরি হয় শশীবালা শিশু উদ্যান। ২০০১ সালে পার্কটি উদ্বোধন করেন তৎকালীন পৌর প্রধান শর্মিষ্ঠা দত্ত। এলাকার কচিকাঁচারা জিরাফ পার্ক নামেই চেনে এই পার্কেটিকে। তবে বর্তমানে জঙ্গলে ঢেকেছে গোটা পার্ক, চোড়ছে গরু-ছাগল। গজিয়েছে বিষাক্ত পার্থেনিয়ম।
পার্শ্ববর্তী এলাকায় একটি পুকুর থাকায় স্থানীয় মানুষদের কথায় বেড়েছে সাপের উপদ্রব। তাই বাড়ির বাচ্চাদের আর এই পার্কে খেলাধুলো করতে পাঠান না এলাকাবাসীরা। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে জিরাফ পার্ক। স্থানীয় ক্লাবের উদ্যোগে পরিষ্কার করা হলেও, পৌরসভা এ ব্যাপারে কোন সাহায্য করে না বলেই জানান স্থানীয় এলাকাবাসীরা। ফলে, আর এই পার্কে বিকেল হলেই কচিকাঁচাদের কলরব শোনা যায় না। অশোকনগরের বিভিন্ন এলাকায় বিষাক্ত সাপ ধরা পড়ার ঘটনা ঘটেছে।
advertisement
আরও পড়ুনঃ ঘনঘন বিদ্যুৎ বিপর্যয় বারাসতে! নাকাল এলাকাবাসীরা
সেই জায়গা থেকেও আতঙ্কিত অভিভাবকরা। তাই এলাকা পরিষ্কার না করা পর্যন্ত, শিশুদের পার্কে খেলতে দেওয়ার অনুমতি দিতে পারছেন না কোন অভিভাবক-ই। যদিও স্থানীয় ক্লাবের উদ্যোগে বছরে দুবার করে এই মাঠ পরিষ্কার করা হয় বলে জানানো হলেও বর্তমান পার্কের হাল দেখলেই বুঝা যাবে দীর্ঘ কয়েক বছর পরিষ্কার অথবা সংস্কার কিছুই হয়নি এই পার্কে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলার সীমান্তবর্তী এলাকায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু! তৎপর প্রশাসন
দীর্ঘ সময় বামফ্রন্টের দখলে থাকা এই ওয়ার্ড বর্তমানে তৃণমূলের দখলে। এলাকার জনপ্রতিনিধি ও বর্তমানে ভালো কাজ করছেন বলে পৌরসভার তরফ থেকে জানানো হলেও, কবে এই পার্ক পরিষ্কার করার উদ্যোগ নেন সেই অপেক্ষায় এলাকার মানুষ। তবে স্থানীয় ক্লাবের তরফ থেকে জানানো হয় তারা নিজেরাই উদ্যোগী হয়ে জঙ্গল পরিষ্কার করেন। সে ক্ষেত্রে মেলে না পৌরসভার সাহায্য। কবে এই পরিস্থিতির বদল ঘটে আবারও কচিকাঁচাদের কোলাহলে ভরে উঠবে এই পার্ক, এখন তারই অপেক্ষায় এলাকাবাসীরা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বেহাল অবস্থায় পড়ে পার্ক, গজিয়েছে জঙ্গল! খেলার জায়গা নেই বাচ্চাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement