এলাকার সাধারণ মানুষের দাবি ২০১৮ সালের পঞ্চায়েতে ব্যাপক গন্ডগোল হয়েছিল বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ধারাকে অব্যাহত রাখতেই ফের ২০২৩ এর ভোটের আগে সন্ত্রাস করার জন্যই বোমাগুলি রাখা হয়েছে । শাসক দলের পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী কাশেম আলী বিরুদ্ধে অভিযোগ করেন আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি।
আরও পড়ুন ঃ লেকটাউনে ভয়াবহ দুর্ঘটনা! মেয়ের বিয়ে দিয়ে ফেরার সময়ে শেষ গোটা পরিবার, আটক বাসচালক
advertisement
তিনি বলেন ২০১৮ সালেও এভাবেই সন্ত্রাস করে ভোট লুট করেছিল তৃণমূল। আর একইভাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে বোমা রেখে সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার, করতে এই কাজ করেছেন কাশেম আলীর লোকজন।
পাল্টা অভিযোগ করেছে শাসকদলের পঞ্চায়েত সদস্যের প্রার্থী কাশেম আলীও। তিনি বলেন যে, বিশ্বজিৎ মাইতি আইএসএফের রাজ্য সম্পাদক। তবে তিনি কিভাবে নির্দল প্রার্থীর হয়ে লাঙ্গল চিহ্নে এই ৫০/৫১ নম্বর বুথে নির্বাচনে দাঁড়ালেন। এটা কি করে বাছন? বিশ্বজিৎ বাবু আগে উত্তর দিন যে তিনি আদৌ আইএসএফে আছেন কিনা। এবার বুঝে নিন সন্ত্রাস কে বা কারা ছড়ানোর চেষ্টা করছে।
জিয়াউল আলম