Lake Town Accident: লেকটাউনে ভয়াবহ দুর্ঘটনা! মেয়ের বিয়ে দিয়ে ফেরার সময়ে শেষ গোটা পরিবার, আটক বাসচালক

Last Updated:

Lake Town Accident: লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে ৪৪নং রুটের একটি বাস। ঘটনায় গুরুতর আহত হয় গাড়ি থাকা তিন যাত্রী।

রবিবার ভোর রাতে লেকটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।
রবিবার ভোর রাতে লেকটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।
লেকটাউন: রবিবার ভোর রাতে লেকটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। পুলিশ সূত্রে খবর, লেকটাউন ঘড়ি মোড়ের কাছে ভিআইপি রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে ৪৪ নং রুটের একটি বাস। ঘটনায় গুরুতর আহত হন গাড়ি থাকা তিন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাসটি বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। সেই সময় লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে। পুলিশ সূত্রে আরও খবর, ভোর আড়াইটে নাগাদ ৪৪ নং রুটের এক নতুন বাস চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা মারে। এর ফলেই মৃত্যু হয় গাড়ি থাকা তিন যাত্রীর। পুলিশ আরও খতিয়ে দেখছে কী উদ্দেশ্যে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন সেই চালক? চালককে আটক করে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত তিন জনের নাম শিব শঙ্কর রাঠি, তাঁর ছেলে শ্রীকান্ত রাঠি ও শিব শঙ্করের মা কমলা রাঠি৷ জানা গিয়েছে, মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে মানিকতলার বাড়িতে ফিরছিলেন তিন জন৷ ভিআইপি রোড ধরে উল্টোডাঙার দিকে যাচ্ছিল শিব শঙ্কর বাবুদের ডিজায়ার গা়ডিটি৷ লেক টাউনের ঘড়ির মোড়ে সিগন্যাল লাল থাকায় গাড়িটি দাঁড়িয়ে পড়ে৷ তখনই পিছন থেকে এসে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে ৪৪ রুটের একটি বেসরকারি বাস৷
advertisement
অনুপ চক্রবর্তী
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
 Lake Town Accident: লেকটাউনে ভয়াবহ দুর্ঘটনা! মেয়ের বিয়ে দিয়ে ফেরার সময়ে শেষ গোটা পরিবার, আটক বাসচালক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement