বর্তমানে চিকিৎসা করার সামর্থ্য যুগে উঠতে পারছেন না শিবপ্রসাদ বাবু। হোমগার্ড এ কর্মরত থাকলেও বর্তমানে চিকিৎসায় নিঃস্ব হয়েছেন তিনি। এখনও চলছে চিকিৎসা। তবে তার জন্য প্রয়োজন টাকার যা তিনি যোগাড় করে উঠতে পারছেন না। তাই এদিন বারাসত চাঁপাডালি ট্রাফিকের কাছে সহযোগিতা চান শিবপ্রসাদ বাবু। এই ঘটনা শোনার পরেই সমর্থ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দেয় বারাসত চাঁপাডালি ট্রাফিক এর আধিকারিকেরা। প্রতিদিন রাস্তায় কর্মরত থাকেন ট্রাফিক আধিকারিকেরা। রোদ ঝড় জল বৃষ্টিতে কাজ করতে হয় তাদের।
advertisement
আরও পড়ুনঃ রং তুলি ধরেই স্বাবলম্বী হয়ে উঠেছেন রেল পাড়ের মহিলারা!
বহু ক্ষেত্রেই দেখা যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে গাড়ি দাঁড় করিয়ে টাকা নেওয়ার। তবে পুলিশের এদিনের ভূমিকায় যেন জনমানুষে পড়ল অন্য প্রভাব। পুলিশের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানালেন সমাজের বিভিন্ন মহল। ক্যান্সার আক্রান্ত রোগী শিবপ্রসাদ বাবু জানান, তার চারটি কেমো দরকার এবং একই সাথে ওষুধের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সে কথা শোনার পর বারাসত চাঁপাডালি ট্রাফিক সহ হোমগার্ড,সিভিক সহ বিভিন্ন থানার পুলিশ এগিয়ে আসেন তাকে সাহায্য করতে। পাশাপাশি চিকিৎসার যাবতীয় খরচ তারাই বহন করবেন বলে কথা দেন।
Rudra Narayan Roy