গতবছরের “কেদারনাথ” প্যান্ডেল বানিয়ে সেরার সেরা হয়েছিল বারাসতের এই নবপল্লী অ্যাসোসিয়েশন। এবছর কালীপুজোয় “বদ্রীনাথ মন্দির” বানিয়ে ফের তাক লাগাতে চাইছেন উদ্যোক্তারা। বারাসতের নবপল্লী অ্যাসোসিয়েশন এবারের ৪৫ তম বর্ষের বিশেষ আকর্ষণ তাই বদ্রীনাথ। তবে যে শিল্পী গতবছরের কেদারনাথ মণ্ডপ করেছিলেন, সেই পঙ্কজ পালের উপরই এবার ভরসা রেখে দায়িত্ব দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দির ফুটিয়ে তোলার।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: ফুল তাজা রাখতে চান? এই মিশ্রণ ফুলদানিতে ঢালুন! বহুদিন টাটকা থাকবে ফুল, ছড়াবে সুগন্ধ!
জানা গিয়েছে, এবার প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ। থাকছে দশ হাত, দশ মাথা, দশ পা। কারণ মা দশ দিকে সমান ভাবে নজর রেখে চলেছে এবং দশ দিকে শত্রু বিনাশ করছে দশ হাতে। এবছরও দর্শনার্থীদের চাপ থাকবে, প্রশাসনের নির্দেশ অনুযায়ী কোন পাস থাকছে এবছরও। প্রশাসন যেভাবে গতবার সামলে ছিল এবারও সেইভাবে এবং ক্লাবের ভলেন্টিয়ারদের সহযোগিতায় সামলাবে বলে আশাবাদী উদ্যোক্তারা। গত বছর ভিড় সামাল দিতে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা এ বছর অনেকটাই এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন ক্লাব উদ্যোক্তারা। এবারের এই পুজর বাজেট ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে, সেটা বাড়তে পারে বলে মত উদ্যোক্তাদের। হাতে আর বাকি মাত্র কয়েক মাস। ধীরে ধীরে সেজে উঠবে শ্যামা পুজোর এবারের আকর্ষণ বদ্রীনাথ মন্দির!
Rudra Narayan Roy