TRENDING:

Kali Puja 2023: হিমালয়ের কোলে বদ্রিনাথ দর্শনের সুযোগ বারাসতে!

Last Updated:

বিখ্যাত বদ্রিনাথ মন্দিরের আদলে কালীপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে বারাসতে, এলেই চমকে উঠবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: হিন্দু ধর্মের বিখ্যাত তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম হল বদ্রিনাথ মন্দির। চারধাম যাত্রারও অন্যতম ধাম হিসেবে মানা হয় বদ্রিনাথকে। ভগবান বিষ্ণুর এই মন্দিরের কথা প্রাচীন শাস্ত্র ও পুরাণেও উল্লেখ রয়েছে। এবার সেই মন্দিরই হুবহু উঠে আসছে বারাসত নবপল্লীর ৪৪ তম বর্ষের কালীপুজোয়‌।
advertisement

আরও পড়ুন: কোটেশ্বর রাজার রাজধানীর দ্বার আজ‌ও পাহারা দেন দ্বারবাসিনী কালী!

বারাসতের এই বিখ্যাত পুজোয় শুধু বদ্রিনাথ মন্দিরই নয়, অবিকল বদ্রিনাথ মন্দিরের চারপাশের দৃশ্য অর্থাৎ পাহাড়ে ঘেরা পরিবেশও চাক্ষুষ করতে পারবেন আগত দর্শনার্থীরা। মন্দিরে প্রবেশ করে প্রতিমা দর্শনের পর ১০০ ফুটেরও বেশি উচ্চতা বিশিষ্ট পাহাড় ঘেরা পথ দিয়েই বাইরে বেরিয়ে আসতে হবে সকলকে।

advertisement

View More

এখানকার প্রতিমায় থাকছে বিশেষত্ব। মায়ের মহাশক্তি রূপই যেন ধরা পড়বে এই মণ্ডপে। দশ মাথা, দশ হাত, দশ পা বিশিষ্ট প্রতিমা তৈরির কাজ করছেন কৃষ্ণনগরের প্রতিমা শিল্পী। ধীরে ধীরে যেন অবিকল বদ্রিনাথ মন্দির তৈরি হয়ে উঠছে বারাসত নবপল্লী অ্যাসোসিয়েশনের ময়দান। ভেতরে থাকবে ভগবান বিষ্ণুর দশ অবতারের নানা রূপ। গত বছর কেদারনাথ মন্দির করে সকলের নজর কেড়েছিল এই পুজো। এ বছরও বদ্রিনাথ মন্দিরের মধ্যে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা। আগামী ১০ তারিখ উদ্বোধন হবে এই মণ্ডপের। উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kali Puja 2023: হিমালয়ের কোলে বদ্রিনাথ দর্শনের সুযোগ বারাসতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল