স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কিছু ক্ষেত্রে শাসকদল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিতে কম জায়গা ভাঙ্গা হচ্ছে তাদের। এই অভিযোগ তুলেই এদিন স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানান, নিয়ম সকলের জন্য যাতে এক হয়। সেই অনুযায়ী যদি তিন ফুট জায়গার প্রয়োজন হয় তাহলে তিন ফুট জায়গায়ই তারা ছাড়বেন। এর বেশি জায়গা ছাড়লে পথে বসতে হবে ওই এলাকার বহু ব্যবসায়ীকে। কিন্তু প্রশাসনের তরফে জানানো হয় পাঁচ ফুট জায়গা ছাড়তে হবে।
advertisement
আরও পড়ুনঃ ভরা বর্ষায় চলছে কাজ! মাটি গলে বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ রাস্তার
এদিন প্রশাসনিক আধিকারিকেরা জমি জরিপের কাজও করেন রাস্তা সংস্কারের জন্য। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলেও আলোচনা করা হবে বলে জানানো হয়। রাস্তা সংস্কার যেমন প্রয়োজন, ঠিক তেমনই ব্যবসায়ীদের যেন খুব বিশেষ কোনো ক্ষতি না হয় সে দিকটাও সরকারকে দেখার আরজি জানিয়েছেন তারা। তবে এই তিন ফুট আর পাঁচ ফুটের মাপের মধ্যেই আটকে রয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ। দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে চলছে এই হাবরা নৈহাটি রাস্তা নির্মাণের কাজ। এখনো পুরোপুরি ভাবে শেষ করা হয়নি কাজ।
আরও পড়ুনঃ নতুন প্রজন্মের সাহিত্যিকদের তুলে আনতে অভিনব ভাবনা!
পাশের নিকাশী নালাও তৈরি হয়নি বহু অংশেই। তাছাড়াও বসছে গঙ্গার জলের পাইপ লাইন। সেই কারণেও অতিরিক্ত সময় লাগছে বলে প্রশাসন সূত্রে খবর। পুজোর আগে ব্যবসায়ীদের দোকান ভাঙ্গা পাড়ায় ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। শাসকদলের দিকেও বিষয়টি নিয়ে আঙ্গুল তুলছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা। আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।
Rudra Narayan Roy