TRENDING:

North 24 Parganas News: প্রস্তুতি শুরু চড়ক পুজোর, শিব দুর্গার বেশে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বহুরূপীদের

Last Updated:

বহুরূপী সাজের মধ্য দিয়েই চড়ক উৎসবে বাড়তি উপার্জনের মুখ দেখার আশায় শিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: চৈত্র সংক্রান্তিতে পালিত হয় হিন্দুদের আরও একটি ধর্মীয় অনুষ্ঠান, চড়ক পুজো (North 24 Parganas News)। এই পুজোর সূচনা নিয়ে নানা মতভেদ থাকলেও যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে এই চড়কের পুজো। চৈত্র সংক্রান্তিতেই হয় এই পুজো, যা হিন্দু সমাজের এক প্রচলিত লোকসংস্কৃতি। জনশ্রুতি রয়েছে, ১৪৮৫ খ্রীষ্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই চড়কের পুজোর প্রচলন করেছিলেন। স্থান ভেদে চড়কের পুজোর রয়েছে ভিন্ন ভিন্ন নাম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় একেক নামে এই পুজোর আচার পালন করা হয়ে থাকে। গম্ভিরা পুজো, শিবের গাজন, নীল পুজো বিভিন্ন নামে চড়ক পুজো করা হয়।
বহুরূপী সাজ এর মধ্য দিয়ে চলছে উপার্জন
বহুরূপী সাজ এর মধ্য দিয়ে চলছে উপার্জন
advertisement

লোকমুখে জানা যায়, চড়ক পুজোর আগের দিন চড়ক গাছকে পরিষ্কার করে জলভরা একটি পাত্রে শিবের (Lord Shiva) প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। এই প্রতীক শিবলিঙ্গ বুড়োশিব বলেই পরিচিত ভক্তদের কাছে। চৈত্রমাসে গাজনের সন্ন্যাসীরা বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। এই সময় ভক্তরা শিব, গৌরী, কালী সহ একাধিক দেবতার রূপে সেজে বিভিন্ন জায়গায় ঘুরে শিবের লৌকিক ছড়া, গান পরিবেশন করে থাকেন।

advertisement

এমনই এক বহুরূপীর দেখা মিলল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঠাকুরনগর এলাকায়। গোবিন্দ নন্দী নামে ওই ব্যক্তি জানালেন, তাঁতের কাজ করলেও সেভাবে না চলায়, তিনি পেশা বদলে ফেলেন। বিগত সাত বছর ধরে বহুরূপী সেজে ঘুরে বেড়াচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে। রীতিমতো আনন্দ সহকারে এই কাজটি করেন তিনি। দিন শেষে পাঁচ থেকে সাতশো টাকা উপার্জনও হয় এই বহুরূপী সাজ এর মধ্য দিয়ে। তিনি গোপালনগর, রামনগর, গাইঘাটা সহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শিব সেজে ঘুরে বেড়ান।

advertisement

চৈত্রমাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়কের পুজোর সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। এই গাজন উৎসবকে ঘিরে গ্রামে গ্রামে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বেরিয়ে পড়েন বহুরূপী শিল্পীরা। কেউ শিব, কেউ আবার সেজে থাকেন গৌরী। তাদের সঙ্গে কেউ কেউ কালী সেজেও ঢুকে পড়েন। গায়ে নানা রং মেখে নিজেদের হাতে তৈরি গহনায় সাজিয়ে নেন নিজেদেরকে। আর যখন তারা গ্রামের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়ান, তখন তারাই হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই উৎসব ঘিরে নানা জায়গায় মেলাও বসে। যা চড়কের মেলা নামে পরিচিত। চৈত্রের শেষদিনে চড়ক বা গাজনের উৎসব শেষ হতেই আবারও একবছরের প্রতিক্ষায় দিন গুনতে থাকেন ভক্তরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্রস্তুতি শুরু চড়ক পুজোর, শিব দুর্গার বেশে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বহুরূপীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল